" /> যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে নিহত ৩, আহত ৫ – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২২ মার্চ ২০২৩, ০১:২০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে গোলাগুলিতে নিহত ৩, আহত ৫

727765 197

3 / 100

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ইস্ট ল্যানসিংয়ে অবস্থিত স্টেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর গুলি ছুড়েছে এক অস্ত্রধারী। ক্যাম্পাসের বার্কি হলের ভেতরে গুলি চালানোর পরে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন এবং পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ইমিলি গুরান্ট এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের পুলিশ জানিয়েছে, সোমবার রাত সাড়ে ৮টার দিকে ক্যাম্পাসে প্রথম গোলাগুলির খবর পাওয়া যায়। এর প্রায় দুই ঘণ্টা পর বেশ কয়েকটি ভবনে তল্লাশি চালানো হয়েছে। ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছে, ক্যাম্পাসের দুটি স্থানে গোলাগুলির ঘটনা ঘটেছে। একটি স্থান হলো, বার্কি হল নামে পরিচিত একটি একাডেমিক ভবনের কাছে এবং অপরটি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কেন্দ্রের কাছে।

মিশিগান স্টেট ইউনিভার্সিটির পুলিশ সোমবার ক্যাম্পাসে বন্দুকধারীর প্রথম ছবি প্রকাশ করেছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের মধ্যে একজনকে আংশিক শনাক্ত করা সম্ভব হয়েছে। ওই ব্যক্তি খর্বাকৃতির, মুখোশ পরা এবং পায়ে হেঁটেই ক্যাম্পাসে প্রবেশ করেছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

ওই অঙ্গরাজ্যের গভর্নর গ্রেচেন হুইটমার টুইটারে বলেছেন, তিনি এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছেন।
সূত্র : রয়টার্স ও সিএনএন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা