" /> বর্তমান রাষ্ট্রপতির সাথে আজ সন্ধ্যায় দেখা করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৫:২৮ অপরাহ্ন

বর্তমান রাষ্ট্রপতির সাথে আজ সন্ধ্যায় দেখা করবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

727792 15

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সাক্ষাৎ করবেন।

প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাও নির্বাচিত রাষ্ট্রপতির সাথে থাকবেন।

রাষ্ট্রপতি হামিদ সোমবার বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সাহাবুদ্দিনকে অভিনন্দন জানান এবং ফোনে শুভেচ্ছা বিনিময় করেন।

সাহাবুদ্দিন হবেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি।

গতকাল প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী সাহাবুদ্দিনকে বাংলাদেশের নির্বাচিত পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী রবিবার সাহাবুদ্দিনের জন্য দুটি মনোনয়নপত্র জমা দেয়া হয় এবং সোমবার যাচাই-বাছাই শেষে একটি বৈধ বলে গ্রহণ করা হয়। বিকেলে এ সংক্রান্ত গেজেট জারি করা হয়।

রাষ্ট্রপতি হামিদ চলতি বছরের ২৩ এপ্রিল তার মেয়াদ পূর্ণ করতে চলেছেন।
সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা