" /> রাবি প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি অভি, সম্পাদক তুহিন – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্রাজিলে ফিরছেন বলসনারো ঈদের আগে ও পরে ৩ দিন সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে অটিজমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাচ্ছে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে যুব মহিলা লীগের বিক্ষোভ সমাবেশ জিয়াউর রহমান অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন : মুক্তিযুদ্ধমন্ত্রী এবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ মে বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি : রিপোর্ট নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ নারী পেলেন সেলাই মেশিন বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

রাবি প্রেসক্লাবের নতুন কমিটির সভাপতি অভি, সম্পাদক তুহিন

RU e1676291261951

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৩-২৪ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ভোরের ডাক পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কামরুল হাসান অভি সভাপতি ও দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাজালাল ইসলাম তুহিন সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আজ রোববার বিকেলে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মিন্টু (ডেইলি সান) ও ওবাইদুল্লাহ রকি (দৈনিক আমাদের অর্থনীতি) , সহ-সাধারণ সম্পাদক জুবায়ের জামিল (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ শোয়াইব শুভ (দ্যা বাংলাদেশ এক্সপ্রেস), দপ্তর সম্পাদক মনির হোসেন মাহিন (জাগো নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলম নেহাল (দৈনিক আমার সংবাদ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আসিক আদনান (দৈনিক যায়যায়দিন), এবং ক্রীড়া সম্পাদক আসাদুল্লাহ গালিব (রাজশাহী প্রতিদিন)।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আশিকুল ইসলাম ধ্রুব (ইত্তেফাক), মারুফ হোসেন মিশন (দৈনিক মানবজমিন/ডেইলি ক্যাম্পাস), জুবায়ের জিসান (ঢাকা পোস্ট)।

ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন রাবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে, অধ্যাপক ড. হাছানাত আলী, অধ্যাপক ড. ফজলুল হক, সদ্য বিদায়ী সভাপতি বেলাল হোসাইন বিপ্লব, সাধারণ সম্পাদক আবু সাইদ সজল, সহ-সভাপতি সোহানুর রহমান সুমন ও মামুনুর রশীদ।

এদিকে, নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, প্রক্টর, জনসংযোগ দপ্তরের প্রশাসক, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা