" />
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিএনপি ও আওয়ামীলীগের একই স্থানে কর্মসূচি দেয়ায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার বিকালে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ফুটানি টাউন এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
জানা গেছে,৬নং পীরগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ ও ইউনিয়ন বিএনপির আয়োজনে একই স্থানে ১০ দফা দাবীতে ইউনিয়ন পদযাত্রা শুরু করলে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে বিএনপির পদযাত্রার চেয়ার ও মাইক ভাঙচুর করে আওয়ামীলীগের সমর্থকরা।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে বিএনপির উপজেলা কমিটির নেতাকর্মীরা পদ যাত্রা তাৎক্ষণিক ভাবে শেষ করে।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, একই দিনে আওয়ামী লীগ বিএনপির কর্মসূচি শুরু হলে গন্ডগোল বাঁধে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।