" /> শীর্ষ দুইয়ে থাকতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়াই করছে কুমিল্লা-রংপুর – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:৪৭ অপরাহ্ন

শীর্ষ দুইয়ে থাকতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে লড়াই করছে কুমিল্লা-রংপুর

726814 123

পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স। গ্রুপ পর্বে যা উভয় দলেরই শেষ ম্যাচ। আগের ১১ ম্যাচে দুই দলেরই সমান ৮ জয় থাকায় এই ম্যাচেই নির্ধারিত হবে সিলেটের সাথে কারা যাচ্ছে কোয়ালিফায়ার পর্বে। এরই মধ্যে টসে হেরে ব্যাটিং করছে কুমিল্লা।

শুক্রবার দুপুর ২টায় মিরপুরে শুরু হয়েছে ম্যাচটি। এর আগেও এই আসরে দুই দল একবার মুখোমুখি হয়, যেখানে ৩৪ রানের বড় জয় পায় রংপুর রাইডার্স। তবে এবারের লড়াইটা হবে বেশ হাড্ডাহাড্ডি, হারতে যেন ভুলে গেছে দুই দলই। কুমিল্লা শেষ হেরেছিল ৮ ম্যাচ আগে, রংপুরও জিতেছে টানা ছয় ম্যাচ।

এদিকে আজকের দিনটা তথা বিপিএলের গ্রুপ পর্বের শেষ দিনটাকে বিশেষভাবে উদযাপন করছে বিসিবি। ভাষার মাসে ভাষাকে সম্মান জানাতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে তারা। যার প্রমাণ দেখা গেল ধারাভাষ্যকারদের পোষাকেও। বাংলা অক্ষর সম্বলিত বিশেষ পাঞ্জাবি গায়ে মাঠে এসেছেন তারা। দুই দলের অধিনায়কের হাতেও ছিল বাংলা অক্ষর সম্বলিত বিশেষ বাহুবন্ধনী।

কুমিল্লার একাদশে এইদিন ছিল না কোনো পরিবর্তন। তবে আজই এবারের বিপিএলে শেষ ম্যাচ খেলতে নেমেছেন মোহাম্মদ রিজওয়ান। তবে রংপুরে আছে এক পরিবর্তন, চলে গেছেন হারিস রউফ। তার জায়গায় একাদশে এসেছেন নাভিন উল হক।

কুমিল্লা একাদশ:
ইমরুল কায়েস, মোসাদ্দেক সৈকত,মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ রিজওয়ান, মুকিদুল ইসলাম, জাকের আলি, তানভীর ইসলাম, সৈকত আলি, মুকিদুল ইসলাম, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, লিটন দাস।

রংপুর একাদশ:
নুরুল হাসান সোহান, নাইম শেখ, মোহাম্মদ নাওয়াজ, শামিম পাটোয়ারি, রনি তালুকদার, হাসান মাহমুদ, রাকিবুল হাসান, আজমতুল্লাহ ওমরজাই, হারিস রউফ, রিপন মন্ডল, টম ক্যাডমোর, রাহমানুল্লাহ গুরবাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা