" /> মেসি-নেইমারের হারে ফরাসি কাপ থেকে বিদায় পিএসজির – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

মেসি-নেইমারের হারে ফরাসি কাপ থেকে বিদায় পিএসজির

726552 145

মেসি-নেইমার কেউ পারলেন না। দু’জন মিলেও সামলাতে না পারায় হারতে হলো দলকে। চোটের কারণে এই দিন ছিলেন না এমবাপ্পে, তার অভাবটাই যেন পিএসজিকে বেশ ভুগিয়েছে।

মার্সেইয়ের কাছে গত রাতে ২-১ গোলে হেরে গেছে পিএসজি। সেই সাথে এই হারে ফরাসি কাপ থেকেও ছিটকে গেছে তারা। শেষ ১৬ তেই থেমে গেছে পিএসজির পথচলা।

ঘরের মাঠে শুরু থেকেই জয়ের নেশায় খেলতে থাকে মার্সেই, আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় তারা। প্রথম সুযোগ পায় পিএসজিই, তবে বাধা হয়ে দাড়ান মার্সেই গোলরক্ষক পাও লোপেস। চতুর্থ মিনিটে নেইমারের বাড়ানো বলে নুনো মেন্ডেসের দারুণ এক শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন লোপেস।

ছয় মিনিট পর দারুণ ব্লকে মার্সেইকে গোল বঞ্চিত করেন মেন্দেস। আর ১৬ মিনিটের মাথাউ মালিনোভস্কির শট ঠেকিয়ে পিএসজির ত্রাতা বনে যান গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। এরপর জমে উঠে খেলা, চলতে থাকে আক্রমণ-প্রতি আক্রমণ। এরই মাঝে ৩১তম মিনিটে এগিয়ে যায় মার্সেই। চেঙ্গিস আন্দারকে ফাউল করে মার্সেইকে পেনাল্টি উপহার দেন সার্জিও রামোস। সেখান থেকে গোল করতে ভুল করেননি অ্যালেক্সিস সানচেজ।

প্রথমার্ধের একেবারে শেষ সময়ে এসে সমতায় ফেরে পিএসজি, সমতায় ফেরান সার্জিও রামোস। যদিও ৪০তম মিনিটে নেইমারের দুর্দান্ত এক শট ফেরত আসে পোস্টে লেগে। এরপর এক মিনিট যোগ করা অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে নেইমারের চমৎকার কর্নারে হেডে জাল খুঁজে নেন রামোস। ফলে ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ।

গোল শোধ করে লড়াইয়ে ফেরে পিএসজি। দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণ চলতেই থাকে। কিছুটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করে পিএসিজি, তবে সেই কাঙ্ক্ষিত গোলের দেখাই পাচ্ছিল না তারা। উল্টো ৫৭তম মিনিটে ফের পিছিয়ে যায় লা পারাসিয়ানরা। রোসলান মিলানোভস্কির ডি-বক্সের বাইরে থেকে নেয়া শট আটকাতে পারেননি দোনারুম্মা। ফলে পিএসজি পিছিয়ে যায় ২-১ গোলে।

তবে একাধিক চেষ্টা করেও আর সমতায় ফেরা হয়নি পিএসজির। যোগ করা সময়ে যদিও সুযোগ এসেছিল। তবে রামোসের হেডে করা গোল বাতিল হয়ে যায় অফসাইডের ফাঁদে পড়ে। ফলে সেখানেই শেষ হয়ে যায় ফরাসি কাপে পিএসজির যাত্রা। ক্রান্তিলগ্নে ভরসা হতে পারেননি মেসি-নেইমাররা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা