" />
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় বিক্রয় নিষিদ্ধ অবৈধ মোবাইল নেটওয়ার্ক জ্যামার বুষ্টার এন্ড রিপিটার বিক্রয় চক্রের সক্রিয় পাঁচজন সদস্যদেরকে আটক করেছে র্যাব-১০।
আটককৃতরা হলেন- মো. ইউনুছ আলী, মো. সোহেল হোসেন, মো. হৃদয়, মো. সাফওয়ান ও আসলাম। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ট্রি ব্যান্ড রিপিটার, একটি মোবাইল জিএসএম থ্রিজি ইয়োলো রিপিটার, একটি জিএসএম এমএইচজেড রিপিটার, ছয়টি ইনডোর এন্টিনা, পাঁচটি আউটডোর এন্টিনা, ছয়টি মোবাইল ফোন ও নগদ চার হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে র্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার র্যাব-১০ ও বিটিআরসির সমন্বয়ে যৌথ আভিযানিক দল বংশাল থানার বসুন্ধরা স্কয়ার মার্কেট এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে বিক্রয় নিষিদ্ধ অবৈধ মোবাইল নেটওয়ার্ক জ্যামার বুষ্টার এন্ড রিপিটার বিক্রি করার অপরাধে মো. ইউনুছ আলী, মো. সোহেল হোসেন, মো. হৃদয়, মো. সাফওয়ান ও আসলাম নামের পাঁচজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ট্রি ব্যান্ড রিপিটার, একটি মোবাইল জিএসএম থ্রিজি ইয়োলো রিপিটার, একটি জিএসএম এমএইচজেড রিপিটার, ছয়টি ইনডোর এন্টিনা, পাঁচটি আউটডোর এন্টিনা, ছয়টি মোবাইল ফোন ও নগদ চার হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
আটককৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, আটককৃতরা বিক্রয় নিষিদ্ধ অবৈধ মোবাইল নেটওয়ার্ক জ্যামার বুষ্টার এন্ড রিপিটার বিক্রয় চক্রের সক্রিয় সদস্য।
তারা বেশ কিছুদিন ধরে অসৎ উদ্দেশ্যে এই বিক্রয় নিষিদ্ধ অবৈধ মোবাইল নেটওয়ার্ক জ্যামার বুষ্টার এন্ড রিপিটারসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি বিভিন্ন অপরাধ চক্রের সদস্যদের নিকট বিক্রি করে আসছে। তাদের বিরুদ্ধে বংশাল থানায় একটি মামলা করা হয়েছে।