" />
বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা থেকে এবার ২৪ হাজার ৫৫৭জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ২০ হাজার ৭৯১জন। পাশের হার ৮৪ দশমিক ৬৬ শতাংশ।
বগুড়া জেলা থেকে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ১০৪জন।
এইচএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ায় জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে সরকারি আজিজুল হক কলেজ সেরা হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ এবং ৩য় অবস্থানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল কলেজ। অনেক প্রতিষ্ঠিত কলেজ শতভাগ পাশের তালিকায় না থাকলেও বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ , আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ এবং আরডিএ স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে।
এছাড়াও বগুড়ার দুটি শিক্ষা প্রতিষ্ঠান ধুনট উপজেলার বিশ্বহরীগাছা বোহালগাছা বহুমুখী কলেজ ও কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে শতভাগ অকৃতকার্য হয়। দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষায় মোট ১২ জন শিক্ষার্থী অংশ নেয়।
৮ ফেব্রুয়ারি বুধবার দুপুর সাড়ে ১২টায় প্রকাশিত ফলাফলের ভিত্তিতে রাজশাহী বোর্ডে শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে বগুড়ার ২টি কলেজ থেকে শতভাগ ফেল করেছে বলে বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বগুড়ার ধুনট উপজেলার বিশ্বহরীগাছা বোহালগাছা বহুমুখী কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় ৬ পরীক্ষার্থী অংশ নেয়। তারা সবাই একটি করে বিষয়ে ফেল করে। এছাড়াও কাহালু উপজেলার দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে ৬ জন শিক্ষার্থী এইচএসসিতে রেজিষ্ট্রেশন করে। তবে তাদের মধ্যে ৫ জন এই পরীক্ষায় অংশ নিলেও তারা সকলেই অকৃতকার্য হয়েছে।
এ দিকে জেলায় এইচএসসি পরীক্ষার ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে এবার এক হাজার ৩৩০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ১ হাজার ৩২৭ জন। পাশের হার ৯৯.৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১৬১জন। যা শতকরায় ৮৭ দশমিক ২৯ শতাংশ।
বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৮৮জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নেয়। সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৪৮ বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এবার ৪৫৮জন পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯১ জন। যা শতকরায় ৮৫ দশমিক ৩৭শতাংশ। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭৩৫জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৭৩৩জন। পাশের হার ৯৯.৭২ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৯০জন যা শতকরায় ৮০দশমিক ২৭ শতাংশ।
বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে এবার ৩৬১জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের সবাই পাশ করেছে। এছাড়া এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২১০ জন যা শতকরায় ৬০ দশমিক ৯৪ শতাংশ।
বগুড়া আরডিএ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ থেকে এবার মোট ৩৮৩জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৯৩জন যা শতকরায় ৫০ দশমিক ৩৯ শতাংশ।
বগুড়া এসওএস হারম্যান মেইনার কলেজ থেকে এবার ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৫জন পাশ করেছে। পাশের হার শতকরা ৯৮ দশমিক ২১ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৪জন। যা শতকরা ৬০ দশমিক ৭১ ভাগ।
এদিকে সরকারি আজিজুল হক কলেজের জিপিএ-৫ এ শীর্ষে থাকা নিয়ে উচ্চ মাধ্যমিক ভবনের ইনচার্জ সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহা বলেন, ‘এবারের পরীক্ষায় মোট এক হাজার ৩৩০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। এদের মধ্যে তিনজন বাদে বাকি সবাই পাশ করেছে। যে তিনজন অকৃতকার্য হয়েছে তারা অসুস্থতার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি। এছাড়া জিপিএ-৫ প্রাপ্তিতে আমাদের ছেলে-মেয়েরা কলেজের সুনাম ধরে রেখেছে। আশা করছি এ প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতে আরও ফলাফল ভাল হবে।
বগুড়া জেলা শিক্ষা অফিসার হযরত আলী মুঠোফোনে জানান, বগুড়ার আজিজুল হক কলেজ জেলার মধ্যে শীর্ষে রয়েছে। তবে যে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থীরা পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় কারণগুলো জানতে কলেজ প্রধানদের কাছে নোটিশ করা হবে।