" /> শামসুন্নাহারকে ভুটানের খেলোয়াড়রা বলে পানি খাও, আর গোল দিও না – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

শামসুন্নাহারকে ভুটানের খেলোয়াড়রা বলে পানি খাও, আর গোল দিও না

Saf 20 e1675859930469

শামসুন্নাহার জুনিয়র। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের কলসিন্দুরের এই মেয়ে মাঠে দারুণ নৈপুণ্য দেখিয়ে সব নজর কেড়ে নিয়েছেন । শুধু বাংলাদেশের খেলোয়াড়রাই নয়, প্রতিপক্ষরাও শামসুন্নাহারের খেলায় মুগ্ধ হয়েছেন। লিগ পর্বের শেষ ম্যাচে ভুটানের খেলোয়াড়রা শামসুন্নাহারের অসাধারণ হ্যাটট্রিকের পর তার সঙ্গে গল্প করছিলেন, ছবি তুলছিলেন। ফাইনালের আগে আজ সংবাদ সম্মেলনে সেসব নিয়েই কথা বলেছেন তিনি। প্রশ্নের উত্তরে শামসুন্নাহার যা বললেন তাতে, সংবাদ সম্মেলন কক্ষে হাসির রোল পড়ে গেল!

কমলাপুর স্টেডিয়ামে ভুটানকে ৫-০ গোলে হারানোর ম্যাচে হ্যাটট্রিক উপহার দেন অধিনায়ক শামসুন্নাহার। ২৯তম মিনিটে প্রথম গোলটি করেন শামসুন্নাহার। উন্নতি খাতুনের কর্নারে গোলমুখ থেকে হেডে লক্ষ্যভেদ করে এই ফরোয়ার্ড। এরপর ৫৩তম মিনিটে শাহেদা আক্তার রিপার ক্রস ধরে গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে গতির তোড়ে পেছনে ফেলে নিখুঁত শটে করেন দ্বিতীয় গোলটি। 

৬১তম মিনিটে শামসুন্নাহার পূরণ করেন হ্যাটট্রিক। সতীর্থের লম্বা ক্রসের পেছনে ছোটা শামসুন্নাহারকে আটকাতে বক্সের বাইরে বেরিয়ে এসেছিলেন ভুটান গোলরক্ষক। ফাঁকা পোস্টে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণ করেন বাংলাদেশ অধিনায়ক। ঠিক এরপরই ঘটে মজার সেই ঘটনা।

সেই ঘটনা বর্ণনা করতে গিয়ে শামসুন্নাহার বলেছেন, ‘শেষ দিকে ওদের তিন জন খেলোয়াড় আমার কাছে আসে এবং বলছিল পানি খাও। আমি বলছি, পানি খাব না। ওরা বলে পানি খাও, আর গোল দিও না (হাসি)। পরে আমি পানি খাইছি। খেলার পর ওরা এসে বলেছে, তোমার বিগ ফ্যান আমরা। তোমার খেলা দেখে ফ্যান হয়ে গেছি। তোমার চুলের স্টাইল ভালো লেগেছে। ওদের সঙ্গে ছবি তুলেছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা