" />
শীর্ষস্থান ধরে রাখার মিশনে মাঠে নামছে সিলেট স্ট্রাইকার্স। আজ তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। ইতোমধ্যেই প্লে অফ থেকে বাদ পড়েছে খুলনা, ফলে ম্যাচটা তাদের জন্য শুধুই নিয়ম রক্ষার। এই দিন টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা।
একাদশে চার পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে সিলেট। আছেন ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমির। বাদ পড়েছেন থিসারা পেরেরা। বিপরীতে তামিম ইকবালকে পাচ্ছে না খুলনা, চোটে পড়েছেন এই ওপেনার।
খুলনা একাদশ : মুনিম শাহরিয়ার, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, শাইহোপ, হাসান মুরাদ, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, এন্ড্রু বালবির্নি, নাহিদ রানা, সাইফুদ্দীন, সাব্বির রহমান।
সিলেট একাদশ : মাশরাফী বিন মর্তুজা, নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, তৌহিদ হৃদয়, তানজিম সাকিব, রুবেল হোসেন, গুলবাদিন নাইব, রায়ান বার্ল।