" />
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আদাবর, মোহাম্মদপুর ও হাজারীবাগ এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র এবং কিশোর গ্যাং গ্রুপের ২০ সদস্য‘কে আটক করেছে র্যাব-২। আটককৃতদের নাম পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকালে র্যাব-২ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাবের ভাষ্য, রবিবার বিকাল চারটা থেকে রাত সাড়ে ১০ টার দিকে র্যাব-২ একটি দল অভিযান চালায়। অভিযানে রাজধানীর মোহাম্মদপুর, আদাবর, হাজারীবাগ, বসিলা এবং কাওরান বাজার এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়। আটককৃতদের বরাত দিয়ে র্যাব জানায়, আটককৃতরা রাজধানীর ধানমন্ডি, শ্যামলী, ফার্মগেট, চাঁদ উদ্যান, ঢাকা উদ্যান, বসিলা এবং কাওরান বাজারসহ বিভিন্ন জায়গায় সংঘবদ্ধ ভাবে ছিনতাই ও সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহন করে থাকে। এছাড়াও বিভিন্ন সময় তারা এলাকায় প্রভাব বিস্তার করে দেশীয় অস্ত্র দিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করে। আটককৃতদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক, দস্যুতা, ছিনতাই, অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে।