" />
দেশে গত এক দিনে আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; এই সময়ে মৃত্যু হয়নি কারও।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২ হাজার ১২৩টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১৪ রোগী শনাক্ত হয়।
তাতে দিনে শনাক্তের হার সামান্য বেড়ে হয়েছে ০ দশমিক ৬৬ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৫৮ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৬৩৬ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের দিনের মতই ২৯ হাজার ৪৪৩ জন।
গত ২৪ ঘণ্টায় ২৮৯ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯৪ হাজার ৮০২ জন।
গত এক দিনে শনাক্ত রোগীদের মধ্যে ১২ জনই ঢাকা জেলার বাসিন্দা। এর বাইরে নাটোর ও পাবনায় একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশের বাকি ৬১ জেলায় আর কারও শরীরে সংক্রমণ ধরা পড়েনি।
বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৮ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৬৭ কোটি ১৯ লাখ।