" />
বিপিএল শেষ তামিম ইকবালের। চোটে পড়েছেন এই ড্যাশিং ওপেনার। পুরনো পিঠের চোট ছিটকে দিয়েছে তাকে বিপিএল থেকে। ফলে খেলা হচ্ছে না গ্রুপপর্বের শেষ দুই ম্যাচ। তাকে ছাড়াই বরিশাল ও সিলেটের বিপক্ষে বড় দুটো ম্যাচ খেলতে হবে খুলনাকে।
তামিমের না থাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন খুলনার প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। যদিও তামিমের থাকা না থাকায় খুলনার ভয়ের কিছু নেই। ইতোমধ্যেই প্লে অফ থেকে বাদ পড়েছে তারা।
তবে শঙ্কার বিষয় হলো, সামনের ইংল্যান্ড সিরিজ। আগামী ১ মার্চ থেকে আসন্ন ইংল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ। তামিম এর আগেই সুস্থ হয়ে ফিরতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। এর আগে একই চোটে ভারত সিরিজ মিস করেছিলেন তামিম।