" />
ভূরুঙ্গামারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারা দিনেও দুধকুমার নদীতে নিখোঁজ হওয়া যুবকের সন্ধান মেলেনি। ফুফাত ভাইয়ের বিয়ে শেষে বাড়ি ফেরার পথে ৫শ টাকায় বাজি ধরে নদী সাঁতরে পার হওয়ার সময় নিখোঁজ হয় ঐ যুবক। নিখোঁজ যুবকের নাম বাবুল মিয়া (২২)।
সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর পুত্র। রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে এগারটার দিকে দুধকুমার নদের শহিদুলের ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, পাইকেরছড়া মাওলানা পাড়ার মোজাম্মেল হকের পুত্র হাসেম আলীর সাথে তিলাই ইউনিয়নের খোঁচা বাড়ির চর এলাকার মৃত হযরত আলী মেয়ের সাথে বিয়ে হয়।
রবিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ফুফাতো ভাইয়ের বিয়েতে বর যাত্রী হিসেবে যায় বাবুল। রাত সাড়ে এগারটার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকা যোগে দুধকুমার নদ পাড় হওয়ার সময় বন্ধুদের সাথে নদী সাঁতরে ওপারে যাওয়ার বাজি ধরে বাবুল। ৫০০ টাকা বাজিতে মাঘের কনকনে ঠান্ডায় মাঝ নদীতে ঝাপ দেয় সে। কিছু দূর সাঁতরে যাওয়ার পর প্রচণ্ড স্রোতে পানিতে তলিয়ে যায় বাবুল।
পরে খবর পেয়ে এস আই নেওয়াজের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি টিম ও ও নাগেশ্বরী ফায়ার স্টেশন মাষ্টার মোঃ ইমনের নেতৃত্বে রংপুর ফায়ার সার্ভিস এর একটি ডুবরি দল উদ্ধার কাজে অংশ নেয়। দুপুর ২ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দুধকুমার নদের বিভিন্ন জায়গাতে খোঁজেও বাবুল মিয়ার কোন সন্ধান পাওয়া যায় নাই।
নাগেশ্বরী ফায়ার স্টেশন মাষ্টার মোঃ ইমন বলেন আমরা দুধকুমার নদীর সম্ভব্য স্থানে অনেক খুজেঁছি নিখোঁজ ব্যক্তির কোন সন্দান পেলাম না। আজকের জন্য এখানেই শেষ করলাম।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস এর ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষনা করেন।