" /> ময়মনসিংহের হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত কুখ্যাত পলাতক আসামি যাত্রাবাড়ীতে গ্রেপ্তার – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:১০ পূর্বাহ্ন

ময়মনসিংহের হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত কুখ্যাত পলাতক আসামি যাত্রাবাড়ীতে গ্রেপ্তার

WhatsApp Image 2023 02 06 at 17.53.44 min

8 / 100

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের চাঞ্চল্যকর মোস্তফা হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত কুখ্যাত পলাতক আসামি নুর মোহাম্মদ‘কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩ । সোমবার দুপুরে র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ গণমাধ্যকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন।


র‌্যাবের ভাষ্যমতে, রবিবার বিকাল সাড়ে চারটার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চাঞ্চল্যকর মোস্তফা হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত কুখ্যাত পলাতক আসামি নূর মোহাম্মদকে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।


র‌্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তারকৃত নুর মোহাম্মদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছে। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ফতেহ নগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে তার চাচা মোস্তফা কামালকে ১৯৯৯ সালের গত ১১ অক্টোবর নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।

এরপর তার নামে ঈশ্বগঞ্জ থানায় হত্যা মামলা করা হয়। ওই মামলার হওয়ার পর থেকে তিনি দেশের বিভিন্ন এলাকায় জায়গা পরিবর্তন করে নিজেকে আত্মগোপন করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃত নূর মোহাম্মদ ময়মনসিংহ জেলার ঈশ^রগঞ্জ থানার ফতেনগর (আউজহাটি) গ্রামের মৃত সামসুল হকের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা