" /> জেলেনস্কিকে প্রাণে মারব না,পুতিন ‘কথা দিয়েছিলেন’ ইসরায়েলি প্রধানমন্ত্রীকে – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৮:২৫ পূর্বাহ্ন

জেলেনস্কিকে প্রাণে মারব না,পুতিন ‘কথা দিয়েছিলেন’ ইসরায়েলি প্রধানমন্ত্রীকে

Putin Benet e1675684999915

8 / 100

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিশ্রুতি দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার চেষ্টা করবেন না। এমন দাবি করছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। রোববার (৫ ফেব্রুয়ারি) প্রকাশিত ইসরায়েলি সাংবাদিক হ্যানোচ দাউমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, গত বছর ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরুর পরপরই মস্কো সফরে গিয়েছিলেন নাফতালি বেনেত। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার চেষ্টা করেছিলেন। তবে তাঁকে সে সময় পুতিন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে জেলেনস্কিকে হত্যা করবেন না বলে।

সাক্ষাৎকারে বেনেত বলেন, ‘আমি পুতিনকে জিজ্ঞেস করেছিলাম, জেলেনস্কিকে হত্যা করার সম্ভাবনা কতটুকু? আপনি কি তাঁকে হত্যা করতে চান? জবাবে পুতিন বলেছিলেন, ‘‘আমি তাঁকে হত্যা করতে চাই না”। পুতিনের এই উত্তরের পর তাঁর কাছে জানতে চাই, ‘আপনার এই উত্তরকে আমি ধরে নিচ্ছি যে, আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, জেলেনস্কিকে হত্যা করা হবে না।’ জবাবে পুতিন আবারও বলেন, তিনি জেলেনস্কিকে হত্যা করবেন না।’

পুতিনের সঙ্গে এমন কথোপকথনের পর জেলেনস্কিকেও জানিয়েছেন বেনেত। সাবেক এই ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘জেলেনস্কিকে আমি বলেছি যে, পুতিন আপনাকে হত্যা করবে না। তখন জেলেনস্কি আমাকে বলেন, ‘‘আপনি কি নিশ্চিত?’’ জবাবে বলেছি, হ্যাঁ, আমি শতভাগ নিশ্চিত, তিনি আপনাকে হত্যা করবে না।’

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। আগামী ২৪ ফেব্রুয়ারি যুদ্ধের বর্ষপূর্তিতে ইউক্রেনে নতুন করে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে মস্কো। এমন আশঙ্কা করছে জেলেনস্কি প্রশাসন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ বলেন, হাজার হাজার সৈন্য সংগ্রহ করেছে মস্কো এবং হামলা শুরুর প্রথম বর্ষপূর্তিতে ‘কিছু একটা করার চেষ্টা’ করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা