" />
নাটোর প্রতিনিধি: নাটোর চিনিকলের অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফাণ্ডের পাওনা টাকার দাবীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে।
রোববার(৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে নাটোর সুগার মিলের প্রধান ফটকে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, আগামী মাসের মধ্যেই সকল বকেয়া পাওনাদি পরিশোধ করার দাবি জানান। অন্যথায় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে দাবী বাস্তবায়ণ করা হবে। দাবী না মানলে রাজপথ, রেলপথ অবরোধসহ ঘেরাও আন্দোলনের ঘোষণা দেন শ্রমিক নেতারা।
এসময় বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফিরোজ আহমেদ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, অবসরপ্রাপ্ত কর্মচারী ও কর্মকর্তা পরিষদের সভাপতি আলাউদ্দিন প্রামানিক, সাধারণ সম্পাদক আবু রায়হান ভুলু, মোঃ আবেদ আলী, মোঃ শহিদুল ইসলাম, মোঃ আব্দুল লতিফ, মোঃ নিজাম উদ্দিন বেগ প্রমুখ। বিক্ষোভ ও সমাবেশ শেষে সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবর স্বারক লিপি প্রদান করেন।