" /> সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: ব্যারিষ্টার রুমিন ফারহানা – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৫:৫৭ অপরাহ্ন

সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: ব্যারিষ্টার রুমিন ফারহানা

BNP PIC min

রংপুর ব্যুরো: এই সরকারকে পদত্যাগ করতে হবে সংসদ ভেঙ্গে দিতে হবে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। বিএনপির সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক সাবেক এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন বর্তমান সরকার অবৈধ সরকার তারা জনগনের ভোটে নির্বাচিত নয় সে কারনে এই সরকারকে পদত্যাগ করতে হবে সংসদ ভেঙ্গে দিতে হবে এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। তিনি আজ শনিবার বিকেলে রংপুর নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে রংপুর বিভাগীয় বিএনপির সমাবেশে বক্তৃতা কালে একথা বলেন।


রুমিন ফারহানা বলেন দেশনেত্রী খালেদা জিয়া সহ যত নেতা কর্মী আছে তাদের বিরুদ্ধে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে কারাগারে আেটক রাখা হয়েছে তাদের সকলকে মুক্তি দিতে হবে। এ পর্যন্ত সরকার যতজনকে গুম করেছে তাদের সকলকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে।


তিনি বলেন বাংলাদেশ আজ দু ভাগে বিভক্ত একভাগে দেশের মানুষ অন্যদিকে পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগ। সুতারাং সময় এসেছে জনগন কোন দিকে যাবে পুলিশ সমর্থিত আওয়ামী লীগের দিকে আর দেশের জনগন যাবেনা। মানুষ আর বন্দুকের নলকে ভয় পায়না তারা দাবি আদায় করে ছাড়বে।


বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহাজাহান বলেন বর্তমান সরকারের অধিনে দেশে নির্বাচন হতে দেয়া হবেনা করতে পারবেনা সরকার। তাদের পদত্যাগ করতে জনগন বাধ্য করবে।


রংপুর মহানগর বিএনপির আহবায়ক শামসুজ্জামান শামুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে বক্তব্য দেন রংপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্প্দাক অধ্যাক্ষ আসাদুল হাবিব দুলু সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।


এর আগে রংপুর বিভাগের ৮ জেলা থেকে দলের নেতা কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগদান করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা