" /> রাজধানীতে থাবা পার্টি দলের নেতা জয়-বাবু ও শরীফের নেতৃত্বে থাবা মেরে ছিনতাই করছে একটি চক্র: ডিবি – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:৪৫ অপরাহ্ন

রাজধানীতে থাবা পার্টি দলের নেতা জয়-বাবু ও শরীফের নেতৃত্বে থাবা মেরে ছিনতাই করছে একটি চক্র: ডিবি

WhatsApp Image 2023 02 04 at 15.00.33 min

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ছিনতাইকারীদের একটি চক্র পরষ্পরের যোগসাজসে ঢাকা মহানগরীর মহাখালী, আমতলী, কাকলী, বনানী, ঢাকা গেইট, খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা, জসিম উদ্দিন, আব্দুল্লাহপুর এবং টঙ্গী বাস স্ট্যান্ড এলাকায় থাবা পার্টির দলের নেতা মিজান, জয়-বাবু ও শরীফের নেতৃত্বে বাস, প্রাইভেটকার ও সিএনজির যাত্রীদের কাছ থেকে থাবা ও ছোঁ মেরে মোবাইল ফোন, ব্যাগ ও গলার চেইনসহ মূল্যবান মালামাল কেড়ে নেয়। আর পরে চোরাইমাল ক্রয়-বিক্রয়কারী সুমন, ফারুক ও আশরাফুল ইসলাম সজিবের কাছে উত্তরখান থানার দোবাদিয়া সাইনবোর্ড বিসমিল্লাহ মোবাইল সার্ভিসিং নামের একটি দোকানে বিক্রি করে আসছে।


শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপি ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

WhatsApp Image 2023 02 04 at 15.00.30 min


এরআগে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ছোঁ মারা পার্টির ১৬ সদস্য গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিএমপি ডিবি) লালবাগ বিভাগের একটি দল। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মিজান, আমিরুল ইসলাম বাবু, শরিফ হোসন, হৃদয়, মো. রাজ, মো. সুমন, সোহেল বাবু, হৃদয়, মনিরুজ্জামান, মো. নাজমুল, মো. মনির, মো. ইমরান, মো. ফারুক, আশরাফুল ইসলাম সজিব, মো. আরিফ এবং হাসান। এ সময়ে তাদের কাছ থেকে একটি সাদা-কালো নম্বর বিহীন হিরো ট্রিলার-১৬০ আর মোটরসাইকেল, ৫০ টি সিম বিহীন বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলসেট, চারটি চাকু, দুই জোড়া স্বর্ণের দুল এবং নগদ ২৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।


ডিএমপি ডিবি লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাই চক্রের ছোঁ মারা পার্টির ১৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গতকাল শুক্রবার রাজধানী ঢাকার উত্তরখান থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।


শুক্রবার ডিবির লালবাগ বিভাগের কোতয়ালী জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তরখান থানার কাঁচকুরা রোড দোবাদিয়া সাইনবোর্ড এলাকায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের কতিপয় সদস্য বাস, প্রাইভেটকার ও সিএনজির যাত্রীদের কাছ থেকে থাবা ও ছোঁ মেরে মোবাইল ফোন, ব্যাগসহ মূল্যবান মালামাল কেড়ে নেওয়া এবং বিভিন্ন পাড়া মহল্লায় দেশীয় অস্ত্র (চাকুর) ভয় দেখিয়ে ছিনতাই করে বিভিন্ন দোকানে বিক্রি করে আসছে। পরবর্তীতে বিসমিল্লাহ মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান পরিচালনা করে ছোঁ মারা পার্টির দল নেতা ও চোরাইমাল ক্রয়-বিক্রয়কারী চক্রের সক্রিয় ১৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তারা পরষ্পরের যোগসাজসে ঢাকা মহানগরীর মহাখালী, আমতলী, কাকলী, বনানী, ঢাকা গেইট, খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা, জসিম উদ্দিন, আব্দুল্লাহপুর এবং টঙ্গী বাস স্ট্যান্ড এলাকায় থাবা পার্টির দলের নেতা মিজান, জয়-বাবু ও শরীফের নেতৃত্বে বাস, প্রাইভেটকার ও সিএনজির যাত্রীদের কাছ থেকে থাবা ও ছোঁ মেরে মোবাইল ফোন, ব্যাগ ও গলার চেইনসহ মূল্যবান মালামাল কেড়ে নিয়ে চোরাইমাল ক্রয়-বিক্রয়কারী সুমন, ফারুক ও আশরাফুল ইসলাম সজিবের কাছে উত্তরখান থানার দোবাদিয়া সাইনবোর্ড বিসমিল্লাহ মোবাইল সার্ভিসিং নামের একটি দোকানে বিক্রি করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে উত্তরখান থানায় একটি মামলা করা হয়েছে।


ডিএমপি ডিবির লালবাগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মশিউর রহমানের নির্দেশনায়, কোতয়ালী জোনাল টিম অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) মো. কায়সার রিজভী কোরায়েশীর নেতৃত্বে¡ অভিযানটি পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা