" /> ঢাকা বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণ জব্দ – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৪:৩৭ অপরাহ্ন

ঢাকা বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণ জব্দ

725052 14

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে ১২০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার ঢাকা কাস্টমস হাউসের (ডিসিএইচ) কাস্টমস প্রিভেন্টিভ টিম এ স্বর্ণের বারগুলো জব্দ করে। এগুলোর বাজার মূল্য ১৩ কোটি ৫০ লাখ টাকা।

এইচএসআইএর সূত্র জানায়, ডিসিএইচের কাছে গোপন তথ্য ছিল যে একটি চোরাকারবারি সিন্ডিকেট ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে ঢাকায় একটি বড় স্বর্ণের চালান নিয়ে আসবে। এরপর এয়ারলাইন্সের যাত্রীবাহী গাড়ির মাধ্যমে চালানটি পাচার করা হবে।

ডিসিএইচের একজন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, বিমান থেকে যাত্রী নিয়ে একটি গাড়ি গেট-২১-এর কাছে পৌঁছলে যাত্রীরা গাড়ি থেকে নেমে যাওয়ার পর কাস্টমস কর্মকর্তারা চালককে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

একপর্যায়ে রাম বাসের চালক মো: হারুনর রশিদ (৪০) স্বীকার করেন, স্বর্ণের চালান গাড়ির ভেতরে লুকিয়ে রাখা হয়েছে।

এরপর কাস্টমস প্রিভেন্টিভ টিম বাসের ভেতর লুকিয়ে রাখা স্বর্ণের বারসহ চারটি প্যাকেট উদ্ধার করে বলে কাস্টমস কর্মকর্তা জানান।

কাস্টমস হলে চারটি প্যাকেট তল্লাশি করে প্রায় ১৪. ১৩২ কেজি ওজনের ১২০টি স্বর্ণের বার পাওয়া যায়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে।

সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা