" />
গত অক্টোবরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আশঙ্কা প্রকাশ করেছিল ২০২৩ সালে বিশ্বে আর্থিক মন্দা দেখা দিতে পারে৷ তবে সংস্থার প্রধান অর্থনীতিবিদ পিয়ের-অলিভিয়ে গোরাঁশা এখন বলছেন, ‘যেকোনো ধরনের বৈশ্বিক মন্দার চিহ্ন থেকে আমরা অনেক দূরে৷’
সোমবার (৩০ জানুয়ারি) প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে আইএমএফ জানায়, আগামী দুই বছর মুদ্রাস্ফীতির গতি কমবে৷
‘বৈশ্বিক মুদ্রাস্ফীতি ২০২২ সালের ৮ দশমিক ৮ শতাংশ থেকে কমে ২০২৩ সালে ৬ দশমিক ৬ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে৷ ২০২৪ সালে সেটা ৪ দশমিক ৩ শতাংশ হতে পারে’, বলছে আইএমএফ৷
২০২২ সালে বৈশ্বিক আর্থিক প্রবৃদ্ধি কমেছিল ৩ দশমিক ৪ শতাংশ৷ ২০২৩ সালে সেই হার কমে ২ দশমিক ৯ শতাংশ হবে৷ আর ২০২৪ সালে সেটা ৩ দশমিক ১ শতাংশ বাড়বে, বলছে আইএমএফ৷
সিঙ্গাপুরে এক সংবাদ সম্মেলনে গোরাঁশা বলেন, মুদ্রাস্ফীতির চাপ কমতে শুরু করায় বৈশ্বিক অবস্থার উন্নতি হয়েছে৷