" /> বন্ধুর হাতে বন্ধু খুন, অবশেষে র‌্যাবের হাতে ধরা – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্রাজিলে ফিরছেন বলসনারো ঈদের আগে ও পরে ৩ দিন সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে অটিজমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাচ্ছে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে যুব মহিলা লীগের বিক্ষোভ সমাবেশ জিয়াউর রহমান অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন : মুক্তিযুদ্ধমন্ত্রী এবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ মে বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি : রিপোর্ট নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ নারী পেলেন সেলাই মেশিন বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বন্ধুর হাতে বন্ধু খুন, অবশেষে র‌্যাবের হাতে ধরা

7r5f min

নিজস্ব প্রতিবেদক: ২০০৫ সালে নড়াইলের নড়াগাতি এলাকায় বন্ধুর সাথে তর্ক বিতর্কের জের ধরে নৃশংসভাবে কুপিয়ে রাজু হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩। ১৭ বছর ধরে পলাতক আসামি শামীম শেখকে রাজধানীর মিরপুর এলাকা থেকে মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার করে র‌্যাব-৩।
গ্রেপ্তারকৃত মো. শামীম শেখ নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের মো. দাউদ শেখের ছেলে।


র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৩) অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।


গ্রেপ্তারকৃত শামীমের বরাত দিয়ে র‌্যাব জানায়, নড়াইলের নড়াগাতি এলাকায় ২০০৫ সালে বন্ধুর সাথে তর্ক বিতর্কের জের ধরে বন্ধু রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

শামীম র‌্যাবকে জানায়, ২০০৫ সালে তার বন্ধু রাজুর সাথে তার জমিজমা এবং দুই বাড়ি পাশাপাশি হওয়ায় বাড়ির সীমানা নিয়ে কোন্দল ও তর্ক বিতর্কের এক পর্যায়ে রাজু গ্রেপ্তারকৃত শামীম শেখকে আঘাত করে। পরবর্তীতে শামীম শেখ সুস্থ হয়ে রাজুকে মারার পরিকল্পনা করে। আর কুপিয়ে হত্যা করে প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে ওই অনুযায়ী সুযোগ খুঁজতে থাকে।

এক পর্যায়ে সুযোগ বোঝে পরিকল্পনা মোতাবেক শামীম শেখ ও তার অন্য পাঁচজন সহযোগী মিলে তার বন্ধু রাজুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। হত্যার পর নড়াইলের নড়াগাতি থানায় একটি হত্যা মামলা হয়। ওই হত্যা মামলার আসামি শামীম শেখ এবং তার অন্য ছয়জন সহযোগীকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে।

পরবর্তীতে তিন মাস পর গ্রেপ্তারকৃত শামীম শেখ জামিনে মুক্তি পায়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালের জুলাই মাসে আদালত ওই মামলার সব আসামিদেরকে যাবজ্জীবন কারাদন্ড দেন। রায় ঘোষনার পর থেকে গ্রেপ্তারকৃত শামীম শেখ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবন যাপন করে আসছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা