" />
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ১লা ফেব্রুয়ারি বুধবার জাতীয় সংসদ শূন্য আসনের উপ নির্বাচন ২০২২ ঠাকুরগাঁও ৩ পীরগঞ্জ-রাণীশংকৈ আসনে অবাধ ও সুষ্ঠু ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে , বেসরকারি ভাবে ফলাফলে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ নাঙ্গল প্রতীকে ৮৪০৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে ৫০৩০৯ ভোট পান। এছাড়াও ১৪ দলীয় শরিক দলের ওয়ার্কার্স পার্টির ইয়াসিন আলী হাতুড়ি প্রতীকে ১১৩৫৬ ভোট পান।
জাকের পার্টির এমদাদুল হক গোলাপ ফুল প্রতীকে ১৯৫৭ ভোট পান, বি এন এফ পার্টির সিরাজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ১৪১২ ভোট পান,এন পি পি পার্টির শাফি আল আসাদ আম প্রতীকে ৯৫৩ ভোট পান।