" />
চন্দিকা হাথুরুসিংহে বাংলাদেশে ফিরছেন, গুঞ্জন আগেই ছিল। রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর থেকেই ক্রিকেট পাড়ায় তার নাম বেশ জোরেশোরেই শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন হাথুরুসিংহে নিজেই। বর্তমান কর্মস্থলকে বিদায় বলে দিয়েছেন তিনি।
হাথুরুসিংহের সাথে সম্পর্কচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে তার কর্মস্থল নিউ সাউথ ওয়েলস কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে ক্রিকেট নিউ সাউথ ওয়েলস জানিয়েছে, ব্লুস ও সিডনি থান্ডারের সাথে সহকারী কোচের সম্পর্ক শেষ হয়েছে হাথুরুসিংহের।
এমনকি হাথুরুসিংহের পরবর্তী এসাইনমেন্ট যেকোনো একটা দেশের জাতীয় দল, তাও নিশ্চিত করেছে তারা। বিবৃতিতে তারা লিখে, ‘আমরা তার আন্তর্জাতিক কোচ হওয়ার ইচ্ছেকে পুরোপুরি বুঝতে পারি এবং আমরা তার কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভ কামনা জানাই।’
তাদের এই কথা ধরে এখন দুইয়ে দুইয়ে চার মেলালে হাথুরুসিংহেই হয়তো আরেক দফা বাংলাদেশের কোচ হয়ে আসতে যাচ্ছেন। যদিও বিসিবি বা হাথুরুসিংহে থেকে অফিশিয়ালি কোনো বক্তব্য পাওয়া যায়নি।