" /> পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে বোমা বিস্ফোরণে ৩২ জন নিহত – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

পাকিস্তানের পেশোয়ারে একটি মসজিদে বোমা বিস্ফোরণে ৩২ জন নিহত

mosjid pakistan e1675090180272

পাকিস্তানের পেশোয়ারে পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে জোহরের নামাজ চলাকালীন বোমা বিস্ফোরণে অন্তত ৩২ জন নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সোমবার (৩০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুরের এ ঘটনায় আরও ১৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির ইংরেজি দৈনিক ডন।

হতাহতদের অনেকেই পুলিশ কর্মকর্তা, তারা মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর পাশাপাশি বোমা নিষ্ক্রীয়করণ দলের সদস্যরাও সেখানে ছুটে যান।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিস্ফোরণের সময় মসজিদের ভেতরে প্রায় ২৬০ জনের মতো মানুষ ছিল। মসজিদটির অবস্থান পুলিশের একটি হাউজিং ব্লকের পাশেই। বোমা মসজিদের ভেতরে পেতে রাখা হয়েছিল না এটি আত্মঘাতী হামলা ছিল, তা পরিষ্কার হয়নি। এ পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

পেশোয়ারের কমিশনার রিয়াজ মেহসুদ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। মসজিদের একটি অংশ ধসে পড়েছে এবং ধ্বংসাবশেষের নিচে চাপা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছেন তিনি। কমিশনার মেহসুদ বলেন, শহরের সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের (এলআরসি) মুখপাত্র মোহাম্মদ আসিম জানিয়েছেন, আহত অনেকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সর্বোত্তম চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা