" /> কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ৮ রোহিঙ্গার যাবজ্জীবন – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জেসমিনের মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনে প্রধানমন্ত্রীর নির্দেশ চাইল আসক নূরে আলম সিদ্দিকী:ছাত্র রাজনীতির ঐতিহাসিক নায়ক :.আ স ম রব দক্ষিণখান থানা বিএনপির ইফতার মাহফিল কেসি কনভেনশনে নয় দক্ষিণখানের মোল্লাবাড়ি বালুরমাঠ এলাকায় অনুষ্ঠিত হয়েছে হিরো আলমের হয়ে মামুনুর রশীদকে জবাব দিলেন ওমর সানী মেসির রেকর্ডের দিনে আর্জেন্টিনার গোল উৎসব পুতিনের পরমাণু অস্ত্র মোতায়েনের আলোচনা ‘বিপজ্জনক’: বাইডেন নাটোরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ রাশিয়া-ইরান অংশীদারিত্ব নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র পতাকা ছাড়া অলিম্পিকে রাশিয়ার অ্যাথলেটরা সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বাংলাদেশীর সংখ্যা বেড়ে ১৩

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ৮ রোহিঙ্গার যাবজ্জীবন

724186 12

কক্সবাজারে দুই লাখ পিস ইয়াবা পাচারের মামলায় আট রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে প্রত্যককে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

একই আদালতের বেঞ্চ সহকারী ফরিদ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মিয়ানামারের আকিয়াবের সিবপুরে মৃত সিকদার আলীর ছেলে মো: দইলা, পুত্তু জারিপাড়ার মীর আহাম্মদের ছেলে রবি আলম, একই এলাকার মো: হাফেজের ছেলে মো: আলম, মো: করিমের ছেলে মো: শফিকুল, মৃত মনুর ছেলে মো: নূর, মৃত নূরুল হাকিমের ছেলে নূরে আলম, মৃত লাল মিয়ার ছেলে আলী আহামদ ও মৃত আবু সুফিয়ানের ছেলে নূরুল আমিন।

পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফরিদ আলম মামলা বিবরণ দিয়ে জানান, ২০১৯ সালের ১৯ সেপ্টেম্বর টেকনাফ কোস্ট গার্ডের একটি দল সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ-সংলগ্ন বঙ্গোপসাগর থেকে পাচার হয়ে বাংলাদেশে প্রবেশকালে বোটে থাকা একটি বিশাল ইয়াবা চালান আটক করে। ওই পাচারকারী বোটে থাকা আটজনকে আটক করা হয়। পরে গণনা করে ওই চালানে দুই লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

এ ঘটনায় এম জে উদ্দীন নামের এক কোস্ট গার্ড কর্মকর্তা টেকনাফ থানায় মামলা করেছিলেন। মামলা বিচারিক কার্যক্রম শেষে দোষী প্রমাণিত হওয়ায় মামলার সব আসামিকেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায় ঘোষণার সময় আট আসামি আদালতে উপস্থিত ছিলেন বলে জানান অ্যাডভোকেট।

সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা