" /> গ্র্যান্ড স্ল্যাম জয়ের রাজা এখন সার্বিয়ান তারকা জকোভিচ – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৪:২১ অপরাহ্ন

গ্র্যান্ড স্ল্যাম জয়ের রাজা এখন সার্বিয়ান তারকা জকোভিচ

novakdjokovic e1675000358298

পুরুষ এককের ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে নতুন রাজা জকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেনের মুকুট জিতে রেকর্ড গড়েছেন জকোভিচ। পুরুষ এককে এতদিন ধরে সর্বোচ্চ ২২টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড নিজের দখলে রেখেছিলেন রাফায়েল নাদাল। এবার সেই রেকর্ডে ভাগ বসালেন গ্র্যান্ড স্ল্যাম জয়ের রাজা এখন সার্বিয়ান তারকা জকোভিচ। এখানেই শেষ নয়, মেলবোর্নে সর্বোচ্চ ১0 বার চ্যাম্পিয়ন হয়ে মেলবোর্ন পার্কে আজ নিজের দশম শিরোপা উচিয়ে ধরলেন টেনিসের রাজা।

আজ (২৯ জানুয়ারি) পুরুষ এককের ফাইনালে স্টেফানো সিৎসিফাসকে  ৬-৩, ৭-৬, ৭-৬ (৭/৫) গেমে হারিয়েছেন ৩৫ বছর বয়সী জকোভিচ। শিরোপার লড়াইয়ে প্রথম সেটে জকোভিচের সামনে দাড়াতেই পারেননি সিৎসিফাস। হেরে যান ৬-৩ ব্যবধানে। তবে পরবতী সেটে লড়াই জমিয়ে তোলেন। দীর্ঘ লড়াইয়ের পর সেই সেটেও হেরে বসেন। তৃতীয় সেটেও জয় তুলে নিয়ে শিরোপা উচিয়ে ধরলেন জকোভিচ। প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যাম জয়ের সুযোগ ছিল সিৎসিফাসের সামনে। কিন্তু সেটা আর হলো না। এর আগেও ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠে হতাশ হতে হয়েছিল গ্রিস তারকাকে। সেবারও হেরেছিলেন জকোভিচের কাছেই। এবারও তাঁর কাছে দুঃস্বপ্ন হয়ে থাকলেন জকোভিচ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা