" />
নিজস্ব প্রতিবেদক: নারায়নগঞ্জের বন্দর থানার এলাকা থেকে প্রায় পাঁচ কোটি টাকা দামের গার্মেন্টস পণ্যসহ সংঘবদ্ধ আন্তঃজেলা চোর চক্রের মূলহোতাসহ সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
এ সময়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গার্মেন্টস পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-মো. রিপন ওরফে ছোট রিপন, মো. বিল্লাল হোসেন ওরফে ছোট বিল্লাল, নাঈম ইসলাম, মো. আকাশ, মো. সুমন, মো. ফরিদ এবং মো. মঞ্জুর হোসেন জিকু। শনিবার বিকালে র্যাব-৪ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব-৪ গত ২০২১ সালের আগস্ট থেকে গত বছরের ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত গাজীপুর, আশুলিয়া, মিরপুর, আমিনবাজার, কুমিল্লা, নারায়নগঞ্জ ও ডেমরা এলাকায় সাতটি অভিযান চালায়। অভিযানে এই চক্রের মূলহোতাসহ ১৭ জন আসামিকে গ্রেপ্তার করে । আর প্রায় ৩০ কোটি টাকার অধিক গার্মেন্টস পণ্য উদ্ধার করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার এবং শুক্রবার র্যাব-৪ এর একটি আভিযানিক দল ফ্যাক্টরি থেকে মালামাল চট্টগ্রাম বন্দরে নেওয়ার সময় রাস্তায় কাভার্ড ভ্যান থামিয়ে গার্মেন্টস পণ্য চুরি করার সময় নারায়নগঞ্জের বন্দর থানার লাঙ্গলবন্দরের ভাইভাই টিম্বার স’মিল এর টিনশেড গোডাউনে অভিযান চালায়। অভিযানে প্রায় পাঁচ কোটি টাকা দামের চোরাইকৃত প্রায় ২৬ হাজার ৯৯৫ পিস গার্মেন্টস পণ্যসহ একটি কাভার্ড ভ্যান উদ্ধার করে আর মো. রিপন ওরফে ছোট রিপন, মো. বিল্লাল হোসেন ওরফে ছোট বিল্লাল, নাঈম ইসলাম, মো. আকাশ, মো. সুমন, মো. ফরিদ এবং মো. মঞ্জুর হোসেন জিকু নামের সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ সাতজন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. রিপন ওরফে ছোট রিপনের পটুয়াখালী জেলায়, মো. বিল্লাল হোসেন ওরফে ছোট বিল্লালের বাড়ি মুন্সিগঞ্জে, নাঈম ইসলাম আর মো. আকাশের বাড়ির শরিয়তপুরে, মো. সুমন এবং ফরিদের বাড়ি ভোলায় এবং মো. মঞ্জুর হোসেন জিকুর বাড়ি নারায়নগঞ্জ জেলায়।