" /> দুই দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৪:১৭ অপরাহ্ন

দুই দিন বন্ধের পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

723683 180

দুই দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে।

শনিবার বেলা ১২টায় আমদানিকৃত পণ্য নিয়ে ভারতীয় ট্রাকগুলো দেশে প্রবেশ করে।

গত ২৬ জানুয়ারি ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস ও সাপ্তাহিক ছুটির কারণে এই দুই দিন হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধ ছিল।

বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান লিটন জানান, ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। এ কারণে সেখানে সরকারি ছুটি থাকায় ভারতের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। আবার গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটি ছিল। এই দুই কারণে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানি বন্ধ থাকে। শনিবার বেলা ১২টায় ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশ করতে শুরু করেছে।

এদিকে বন্দরের বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, দুই দিন বন্ধ ছিল আমদানি-রফতানি। আজ থেকে পুনরায় আমদানি-রফতানি শুরু হয়েছে। এর ফলে বন্দরের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের মধ্যে কর্মচঞ্চলতা ফিরে এসেছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা