" /> প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে দিয়েছেন : নাছিম – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৪:২২ অপরাহ্ন

প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে দিয়েছেন : নাছিম

WhatsApp Image 2023 01 26 at 14.57.47 min

প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে দিয়েছেন : নাছিম – ছবি : নয়া দিগন্ত

প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

শুক্রবার সকালে অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেল ইউনিভার্সিটি অধ্যয়নরত শিক্ষার্থীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, আজ বাংলাদেশের ছাত্রছাত্রীরা বিশ্বের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে পড়াশোনা করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করছে। এতে আমাদের দেশের মর্যাদা বাড়াচ্ছে। বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের সন্তানরা পড়াশোনা করছে। এই সবকিছুই সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে। তিনি ছাত্র-ছাত্রীদের বিশ্বমানের তৈরি করার জন্য ও বিশ্বব্যাপী উচ্চশিক্ষার জন্য ব্যাপক সুযোগ তৈরি করে দিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। বাংলাদেশ বিশ্বমানের শিক্ষার্থী তৈরি করছে। প্রধানমন্ত্রীর কূটনৈতিক সফলতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ছাত্রছাত্রীরা শিক্ষাক্ষেত্রে ব্যাপক সুযোগ পাচ্ছে। কর্মক্ষেত্রেও আমাদের দেশের সন্তানদের ব্যাপক সুযোগ দেয়া হচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর নির্দেশে পররাষ্ট্র মন্ত্রণালয় সব সময় শিক্ষার্থীদের সহযোগিতা করছে।

আওয়ামী লীগের এ নেতা বলেন, কৃষিবিদদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্মানিত করে গিয়েছিলেন। এখন তার কন্যা শেখ হাসিনাও কৃষিবিদদের তাদের উপযুক্ত সম্মান দিচ্ছেন। কৃষি বিষয়ে যারা দেশের বাইরে পড়াশোনা করছে তারা ভালো করছে। তাদেরকে বিভিন্নভাবে সরকার সহযোগিতা করছে।

পিএইচডি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিয়ে সুযোগ, সমস্যা ও সম্ভাবনার কথা মন দিয়ে শুনেন আওয়ামী লীগের এ যুগ্ম সম্পাদক। পরে তিনি নিউ ক্যাসেল ইউনিভার্সিটির কলেজ অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড এনভায়রমেন্টের ডিরেক্টর অজয়ান বিনুর সাথে সার্বিক বিষয়ে আলোচনায় করেন।

আলোচনায় তিনি ছাত্রদের সমস্যা, উচ্চ শিক্ষার্থে এবং কৃষি গবেষণায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে নিউ ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের দ্বিপাক্ষিক দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার উপর জোর দেন।

আলোচনায় আরো অংশ নেন কৃষিবিদ ইনস্টিটিটশন অস্ট্রেলিয়ার সভাপতি এবং ইউনিভার্সিটি অব সিডনির প্ল্যান্ট ব্রিডার গবেষক ড. আব্দুস সাদেক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা