" /> সাংবাদিক আফতাব হত্যা : ৯ বছর ছদ্মবেশে ফাঁসির আসামি, অবশেষে গ্রেপ্তার – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

সাংবাদিক আফতাব হত্যা : ৯ বছর ছদ্মবেশে ফাঁসির আসামি, অবশেষে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
সাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ড মাথায় নিয়ে দীর্ঘ ৯ বছর যাবত পালিয়েছিলেন পলাতক আসামি রাজু মুন্সি। তবে শেষ রক্ষা হয়নি। তাকে সীমান্তবর্তী এলাকা দিনাজপুরের শালগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টে‌রো‌রিজম ইউ‌নিট (এটিইউ)।
বৃহস্পতিবার দুপুরে বারিধারায় এটিইউ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান এটিইউ পুলিশ সুপার হাসানুল জাহিদ।
মূলত সম্পত্তির লোভেই হত্যা করা হয় সাংবাদিক আফতাব আহমেদকে, গ্রেপ্তারের পর এটিইউ কর্মকর্তাদের এমন তথ্যই জানিয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত রাজু মুন্সি।
২০১৩ সালের ২৫ ডিসেম্বর রামপুরার নিজ বাসা থেকে আফতাব আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। পরে হত্যার দায় স্বীকার করে হুমায়ুন কবির, হাবিব হাওলাদার ও বিল্লাল হোসেন নামে তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সম্পত্তির লোভে হত্যার কথা আদালতে জানান তারা।

এদিকে এ খুনের ঘটনায় ২০১৭ সালের ২৮ মার্চ ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল পাঁচজনকে মৃত্যুদণ্ড ও একজনকে সাত বছরের কারাদণ্ড দেন। তখন রাজু মুন্সি আর রাসেল, এ দুই আসামি পলাতক ছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাসেল এখনও পলাতক কি না, জানার চেষ্টা করছে এটিইউ।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার হাসানুল জাহিদ বলেন, দীর্ঘ নয় বছর বিভিন্ন সীমান্ত জেলায় পলাতক ছিলেন রাজু। করতেন রাজমিস্ত্রির কাজ। এমনকি পালিয়ে থাকার স্বার্থে কখনও তার পরিবারের সঙ্গেও যোগাযোগ করতেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা