" /> ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন। – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৬:৪৫ অপরাহ্ন

ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন।

WhatsApp Image 2023 01 25 at 12.22.11 min

ঢাকাঃ বুধবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে মৌলানা আকরাম খাঁ হলে ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলনে বক্তারা এই কথা বলেন, সংগ্রাম পরিষদের আহবায়ক অধ্যাপক ডাঃ আব্দুল মান্নান বলেন,ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন।

পুরাতন ঢাকার সদর ঘাটের সন্নিকটে লক্ষ্মীবাজারের পশ্চিম প্রান্তে অবস্থিত ঐতিহ্যবাহী বাহাদুর শাহ পার্ক-এর অভ্যন্তরে বাণিজ্যিক স্থাপনা (রেস্তোরাঁ) নির্মাণের মতো দুঃখজনক কর্মকাণ্ডের বিষয় আপনাদের মাধ্যমে মাননীয় সরকার প্রধানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দেশবাসীর সামনে তুলে ধরার উদ্দেশ্যে এখানে হাজির হয়েছি।

আপনারা জানেন ঐতিহাসিক বাহাদুর শাহ পার্ক ১৮৫৭ সালের ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের রক্তে রঞ্জিত এক ঐতিহাসিক স্থান। স্বাধীনতা সংগ্রামের গৌরবময় ঐতিহ্যের ধারক/স্মৃতিচিহ্ন হিসেবে সারা বাংলাদেশের মানুষের কাছে এটি অসীম গুরুত্ব বহন করে। এর মর্যাদা রক্ষা করা প্রতিটি দেশপ্রেমিক নাগরিকের একান্ত কর্তব্য।

তিনি বলেন, এলাকাবাসী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও ঢাকা মহানগর মহিলা কলেজসহ পার্শ্ববর্তী ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, অভিভাবকদের অবসর বিনোদন, অক্সিজেন গ্রহণ, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও শরীর চর্চার একমাত্র স্থান,

১) বাণিজ্যিক স্থাপনা নির্মাণের মাধ্যমে দখল না করা।

২) পার্কে পূর্বের মতো গোলাকার বেষ্টনি নির্মাণ।

৩) শহীদ মিনারের শীর্ষদেশে ১৮৫৭ সালের বীর শহীদদের স্মরণে লেখাটি পুনস্থাপন করার বিষয়ে সবিনয় অনুরোধ জানানো হলে মেয়র মহোদয় তাতে সম্মতি প্রদান করেন এবং বলেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ারসহ কর্মকর্তাগণ স্থানটি পরিদর্শন করার পর বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উল্লিখিত বাস্তবায়নের পক্ষে নিম্নলিখিত কর্মসূচী ঘোষনা করা হয়।

১। পুরান ঢাকার সকল ব্যাবসায়ী সমিতির সাথে ৩১ ২০২৩ মত বিনিময় সভা।

২। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি, কবি নজরুল, মহানগর, শহীদ সোহরাওয়ার্দী কলেজসহ অত্র সমূহের শিক্ষকদের সাথে ৬ ফেব্রুয়ারি ২০২৩ মত বিনিময় সভা।

৩। ছাড়া পাইনজীবী সমিতির নেতৃবৃন্সের সাথে ১৬ ফেব্রুয়ারি ২০২৩ মত বিনিময় সভা।

৪। পুরাতন ঢাকার বিশিষ্ট নাগরিকদের সাথে ২১ ফেব্রুয়ারি ২০২০ মত বিনিময় সভা।

৫। ছাত্র সংগঠন ও ছাত্রছাত্রীদের সাথে ২৭ ফেব্রুয়ারি ২০২৩ মত বিনিময় সভা।

৬। সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক কর্মীদের সাথে ৪ মার্চ ২০২৩ মত বিনিময় সত্য।

৭। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ, মহানগর কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজসহ অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের কর্মচারিসহ শ্রমিক নেতৃবৃন্দের সাথে ১২ মার্চ ২০২৩ মত বিনিময় সত্য।

৮। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, কবি নজরুল কলেজসহ পুরাতন ঢাকার অধিবাসী সংবাদিক ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে ১৯ মার্চ ২০২৩ মত বিনিময় সভা।

২৯। পার্কে ভ্রমণকারী চারটি সংগঠনের নেতৃবৃন্দসহ গণস্বাক্ষরকারী এলাকাবাসীদের নিয়ে ১৪ এপ্রিল ২০২৩ কর্মী সমাবেশ।

১০। ইতিহাসবিদ, লেখক, গবেষক, বুদ্ধিজীবীসহ সুধীজনদের সাথে ২৯ এপ্রিল ২০২৩ মত বিনিময় সভা

১১। ইতিহাসবিদদের সাথে ৯ মে ২০২৩ সুধী সমাবেশ।

১২। মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ উপলক্ষে প্রেসক্লাব এর সামনে ২৪ মে ২০২৩ সংহতি সমাবেশ।

উক্ত সংবাদ সম্মেলনে বাহাদুর শাহ পার্ক ও পার্কের ঐতিহ্য সংরক্ষণ সংগ্রাম পরিষদের আহবায়ক অধ্যাপক ডাঃ আব্দুল মান্নান, উপস্থিত ছিলেন আক্তারুজ্জামান খান, রায়হান জামিল, রিয়াজ উদ্দিন, শাহ্ আলম, শহীদুল্লাহ সাঈদ , মির্জা মান খাঁন,(মিরু), কাজী খসরু সহ কমিটির সদস্য বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা