" /> হাতিরঝিল লেকে যুবকের লাশ উদ্ধার – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৬:৪৪ অপরাহ্ন

হাতিরঝিল লেকে যুবকের লাশ উদ্ধার

1625772381 20221017092316

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাতিরঝিল লেক থেকে অজ্ঞাতপরিচয় এযুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম পরিচয় জানা যায়নি। মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।


মঙ্গলবার দুপুরে হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক এনডিটিভিকে বলেন, মঙ্গলবার সকালে হাতিরঝিল মধুবাগ ব্রিজ থেকে মগবাজারে যাওয়ার পথে আমবাগান এলাকার উল্টো পাশের লেকে এক যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে লাশ উদ্ধার করা হয়। লাশের পরনে একটি প্যান্ট ছিল। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।


এনামুল হক এনডিটিভিকে বলেন, ওই যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি খুনের শিকার হয়েছেন, নাকি অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তাঁর লাশ ময়না তদন্তের জন্য শহীদ সহরোওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা