" /> মগবাজারে বিস্ফোরণ : আহত ৪ – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:০৫ অপরাহ্ন

মগবাজারে বিস্ফোরণ : আহত ৪

722707 126

রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেটে একটি ড্রাম বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে দিকে এ দুর্ঘটনা ঘটে।

কী কারণে ড্রামটি বিস্ফোরিত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

বিস্ফোরণে আহতদের মধ্যে প্রকৌশলীসহ ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) তিন কর্মচারী রয়েছেন। তারা হলেন সাইফুল ইসলাম (৩৬), মো: তারেক (২০) ও আবুল কালাম (২৫)। এছাড়া আহত অপরজন মো: শাহীন (৩০)। বর্তমানে তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (রমনা বিভাগ) মো: শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করে জানান, একটি ড্রামে বিস্ফোরণ ঘটেছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।

রমনা থানার এসআই শফিকুল ইসলাম বলেন, একটি ময়লার ড্রামে বিস্ফোরণ ঘটেছে। আমরা ঘটনাস্থলে এসেছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা