" />
নিজস্ব প্রতিবেদক: নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য ও কসমেটিক্স উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র্যাবের ভ্রাম্যমাণ আদালতে ২৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার ঢাকার সাভার ও কেরাণীগঞ্জ এলাকায় এসব অভিযান চালানো হয়। মঙ্গলবার দুপুরে র্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র্যাব-১০ এর সমন্বয়ে আভিযানিক দল ঢাকার ঢাকার সাভার ও কেরাণীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতি ছিলেন। ওই ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য ও কসমেটিক্স উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ১২ টি প্রতিষ্ঠানকে মোট ২৩ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
যার মধ্যে ম্যাডাম কসমেটিক্স লিমিটেডকে নগদ ৫০ হাজার টাকা, মেসার্স এলিগেন্সী ক্যাবল ফেক্টরীকে নগদ-পাঁচ লাখ টাকা, এএমএস ফুড প্রোডক্টসকে নগদ- এক লাখ টাকা, এবিটিং ফ্লেভারড স্ফট ড্রিকংস পাউডারকে নগদ- ৫০ হাজার টাকা, রমজান ফুড প্রডাক্টাসকে নগদ- ২০ হাজার টাকা, ইমন কসমেটিক্সকে নগদ- এক লাখ টাকা, লিপি ইঞ্জিনিয়ারিংকে নগদ- পাঁচ লাখ টাকা, অলিভ বাংলাদেশ লিমিটেডকে- পাঁচ লাখ টাকা, মোজাম্মেল দই ঘরকে নগদ- এক লাখ টাকা, আল আলাক লিভিরাইজকে- এক লাখ টাকা, আলমগীর কসমেটিক্সকে নগদ- এক লাখ টাকা ও এন আর জি ক্যাবলসকে নগদ- দুই লাখ টাকা জরিমানা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই ভ্রাম্যমাণ আদালত ২০ হাজার টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য, কসমেটিক্স জব্দ ও ধ্বংস করা হয়।
র্যাব জানায়, বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা নকল বৈদ্যুতিক তার, ভেজাল শিশু খাদ্য ও কসমেটিক্স উৎপাদন মজুদ ও বাজারজাত করে আসছিল।