" /> পুলিশের আশ্বাসে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৩:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ

পুলিশের আশ্বাসে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

722490 149

    বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার মৃত্যুর ঘটনায় আন্দোলনে নামা শিক্ষার্থীরা পুলিশের আশ্বাসে সড়ক ছেড়ে চলে যান।

    সোমবার দুপুর দেড়টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়।

    নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী আশরাফুল বলেন, আমাদের চার দফা দাবি দ্রুত বাস্তবায়ন হবে বলে পুলিশ জানিয়েছে। আমরা পুলিশকে বলেছি, ২৯ জানুয়ারির মধ্যে আমাদের দাবি পূরণ না হলে আবারো রাস্তায় নামব। তবে আরো একটি কথা আমরা পুলিশকে জানিয়েছি, যদি আজ থেকে রাস্তায় ভিক্টর ক্লাসিকের কোনো বাস চলাচল করে তাহলে আমরা সাথে সাথে রাস্তায় নামব।

    এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর বিমানবন্দর সড়কের কাওলা ব্রিজের নিচে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন।

    বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নাদিয়ার মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনের মতো রাস্তা অবরোধ কর্মসূচি পালন করছিলেন শিক্ষার্থীরা। এ সময় তারা অবরোধ কর্মসূচি থেকে চার দফা দাবি জানান। এসব দাবি দ্রুত পূরণের আশ্বাস দিলে অবরোধ কর্মসূচি ছেড়ে চলে যান তারা।


    আপনার মতামত লিখুন :

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    ফেসবুকে আমরা