" />
সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত ৫৮ দলীয় জোট সম্মিলিত জাতীয় জোটের (ইউএনএ) চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট নিরসনে ৭ দফা কর্মসূচি ঘোষণা উপলক্ষে আলোচনা সভা ও সংবাদ সম্মেলন ইউএনএ’র মুখপত্র ও বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে রোববার (২২ জানুয়ারি) বেলা ১১ টায় জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ’র চেয়ারম্যান ও বাংলাদেশ লেবারপার্টির চেয়ারম্যান সেকেন্দার আলীমনি, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত জাতীয় জোট-ইউএনএ’র কো-চেয়ারম্যান সালাম মাহমুদ, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন সম্মিলিত জাতীয় জোট –ইউএনএ’র মহাসচিব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনএ’র কো- চেয়ারম্যান এ্যাডঃ আফাজুল হক, জাতীয় ইসলামি মহাজোট এর চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আলতাপ মোল্লা, বাংলাদেশ ইসলামিক গনতান্ত্রিক লীগ এর চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন ও বাংলাদেশ সাংস্কৃতিক পার্টির চেয়ারম্যান কাজী ফারুক বাবুল, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ কৃষক পার্টির চেয়ারম্যান ও সম্মিলিত জাতীয় জোটের মিডিয়া উইং চীফ মোঃ আশরাফ হোসেন। বক্তব্য রাখেন জাতীয় নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ইউএনএ’র মুখপাত্র শেখ মোস্তাফিজুর রহমান জোটবদ্ধভাবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা করেন এবং আগামী তিন মাসের মধ্যে জোটকে শক্তিশালী করার লক্ষ্যে ৮টি বিভাগীয় শহরে প্রতিনিধি সভাসহ জোটগতভাবে তৃণমূল পর্যায়ে কমিটি করার কথা জানান। তাছাড়া তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকান্ড জোরদার, সকল শ্রেণিপেশা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়, পোস্টারিং, লিফলেট বিতরণ, গণসংযোগ, সকল মহানগর ও সিটি কর্পোরেশনের মানবপ্রাচীর, অবস্থান, ট্রাকমঞ্চের মাধ্যমে পথসভা, মানববন্ধন, গণস্বাক্ষর ৭ দফা দাবীর স্বপক্ষে স্বারকলিপি, সকল আসনে জোটগতভাবে সংসদ সদস্য প্রার্থীর তালিকা প্রণয়নসহ বিভিন্ন সভা- সমাবেশ করাসহ আগামী ৩০শে মার্চ ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত জানান। সাংবাদিক সম্মেলনে জোটের চেয়ারম্যান সেকান্দার আলী মনি ৭ দফা কর্মসূচি ঘোষণা করেন।
৭ দফা কর্মসূচিগুলো হলো- গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার রক্ষায় চলমান রাজনৈতিক সংকট নিরসনে সরকার ও বিরোধী দলসমূহের মধ্যে অবিলম্বে একটি গঠনমূলক সংলাপের দাবি, বেকারদের কর্মসংস্থানসহ গণজনদুর্ভোগ কমাতে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে চাল, ডাল, আটা-ময়দা, চিনিসহ নিত্য প্রয়োজনীয় সকল দ্রব্যের দাম অবিলম্বে কমাতে হবে, অবিলম্বে পানি-বিদ্যুৎ-গ্যাস-জ্বালানী তেলসহ সকল দাহ্য পদার্থের দাম কমাতে হবে, ব্যাংক-বীমা ও অর্থলগ্নিকারী প্রতিষ্ঠানের মাধ্যমে যারা বিদেশে অর্থ পাচার তাদের দেশে ফেরত এনে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তিসহ অর্থ ফেরত আনতে হবে, প্রশাসনের সকল স্তর থেকে দুর্নীতি ও সকল ধরনের অনৈতিক কাজ অবিলম্বে বন্ধ করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা ও আধুনিকায়নে সকল প্রকার ঘুষ, দুর্নীতি ও অনৈতিক কাজ অবিলম্বে বন্ধ করতে হবে, প্রশাসন ও পুলিশ ব্যবস্থাপনায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অবিলম্বে দলীয়করণ বন্ধ করতে হবে।