" /> রমজানে অবৈধ মদদকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবেঃ বাণিজ্যমন্ত্রী – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:৫৯ পূর্বাহ্ন

রমজানে অবৈধ মদদকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবেঃ বাণিজ্যমন্ত্রী

m pic

8 / 100

রংপুর প্রতিনিধিঃ বানিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম কমবে কিনা বলতে পারবোনা তবে দাম যাতে না বাড়ে সে ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি আজ রোববার দুপুরে রংপুর নগরীর ক্রিকেট গাএর্ডন সংলগ্ন মাঠে বানিজ্য মেলা উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সাথে আলাপ কালে এসব কবথা বলেন।
মন্ত্রী বলেন এবার রমজান মাসে এক কোটি পরিবারকে দুবার সাশ্রয়ী মুল্যে টিসিবি পন্য কার্ডধারীদের মাঝে বিক্রয় করা হবে একার রমজানের শুরুর দিকে আর একবার মাঝামাঝি এতে করে সাধারন মানুষ উপকৃত হবে বলে আশা প্রকাশ করেন।


নিত্যপ্রয়োজনীয় জিনিষ পত্রের দাম রমজান মাস এলেই এক শ্রেনীর অসাদু ব্যবসাযী দাম বাড়িয়ে দেয় এবার আগাম বলে তাদের সতর্ক করতে চাইনা তবে ওই সব ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
গ্যাসের দাম বাড়ানোর কারনে এর প্রভাব পড়বেই বলে স্বীকার করে মন্ত্রী বলেন কিছু কিছু আইটেমের দাম বাড়বে এতে কিছু করার ছিলোনা বলে দাবি করে বলেন এতদিন যে গ্যাসের ব্যাপারে সাবসিডি দেয়া হচ্ছিলো সেটা প্রত্যাহার করে নেয়া হয়েছে। তার পরেও আলোচনা করে দেখা হবে কোন কোন জায়গায় দাম কমাবে জনগনের উপকার হবে সে বিষয় গুলো বিবেচনা করা হবে। তিনি আরো বলেন বহুকাল ধরে সরকার গ্যাসে লোকসান দিয়ে সাবসিডি দিয়ে আসছিলো। সাধারন মানুষের দেয়া ট্যাক্স থেকে সাবসিডি দেয়া হচ্ছিলো সেই বিেেবচনা থেকেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে জানান।


বিশ্ববাজারে যে মন্দা চলছে অস্থিরতা চলছে আমরা তার থেকে অনেক ভালো আছি বলে দাবি করেন।
তিনি রমজান মাসে ভোক্তারা যাতে এক সাথে পুরো মাসের পন্য না কেনেন সে জন্য তাদের প্রতি আহবান জানিয়ে বলেন এতে করে চাপ সৃষ্টি হয় অসাদু ব্যবসায়ীরা এ সুযোগ নেয়। এর আগে দুপুর ১ টার দিকে মন্ত্রী ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে রংপুর বানিজ্য মেলার উদ্বোধন করেন। পরে আলোচনা অনুষ ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন। এ সময় রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মোস্তফা সোহরাব টিটু, সহ সভাপতি আজাদ, রংপুর মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা, দেলোয়ার হোসেন সদস্য সচিব আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মাজেদ বাবুল সহ অন্যান্যরা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা