" /> গণসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়েই অনির্বাচিত সরকারের পতন ঘটবে : মোনায়েম মুন্না – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:৪২ অপরাহ্ন

গণসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়েই অনির্বাচিত সরকারের পতন ঘটবে : মোনায়েম মুন্না

722187 182

বিএনপি গণসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।

শনিবার (২১ জানুয়ারি) বিকেলে বরিশাল সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোনায়েম মুন্না বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন করছে। সেই আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়েছে। বিএনপির বিভাগীয় গণসমাবেশসহ সাম্প্রতিক বিভিন্ন কর্মসূচিতে সেটা প্রমাণিত হয়েছে। আগামীতে রাজধানী ঢাকা ছাড়াও দেশের প্রতিটি জেলায় কঠোর আন্দোলন হবে। গণসম্পৃক্ত আন্দোলনের মধ্য দিয়েই অনির্বাচিত এই সরকারের পতন ঘটানো হবে। আর সরকারের পতনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লেখ করে যুবদলের এ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে এই সরকারকে বাধ্য করতে হবে। এ সময় সর্বাত্মক আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান মুন্না।

জিয়াউর রহমানকে ভালোভাবে জানতে নেতাকর্মীদের তার জীবনী পড়ার আহ্বান জানিয়ে মোনায়েম মুন্না বলেন, আপনারা যারা বিএনপি করেন তারা প্রত্যেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী পড়বেন। অন্যথায় তিনি যে কত বড় মানুষ ছিলেন, তার জ্ঞান-গরিমা কতটা সমৃদ্ধ ছিল, মহান স্বাধীনতা যুদ্ধে তার কী অবদান ছিল, বাংলাদেশ বিনির্মাণে তার কী ভূমিকা ছিল-সেটা পরিপূর্ণভাবে জানতে পারবেন না।

যুবদলের এই সাধারণ সম্পাদক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রকৃতপক্ষেই একজন সাহসী যোদ্ধা, একজন দেশপ্রেমিক, একজন রাষ্ট্রনায়ক ছিলেন। ‘উই রিভোল্ট’ বলেই তিনি দায়িত্ব শেষ করেননি, রণাঙ্গনের একজন যোদ্ধাও ছিলেন। যুদ্ধের ময়দানে থেকে তিনি যুদ্ধে নেতৃত্বে দিয়েছেন।

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা