" /> কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলার আবেদন বিএনপি’র – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ব্রাজিলে ফিরছেন বলসনারো ঈদের আগে ও পরে ৩ দিন সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে অটিজমে বিশেষ অবদান রাখায় সম্মাননা পাচ্ছে ১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্রের প্রতিবাদে যুব মহিলা লীগের বিক্ষোভ সমাবেশ জিয়াউর রহমান অনুপ্রবেশকারী হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নেন : মুক্তিযুদ্ধমন্ত্রী এবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের মিশনে বাংলাদেশ বার্নিকাটের গাড়িবহরে হামলার মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন ৭ মে বার্সেলোনার প্রস্তাবের অপেক্ষায় মেসি : রিপোর্ট নীলফামারীতে কর্মসংস্থান সৃষ্টিতে ১৫ নারী পেলেন সেলাই মেশিন বাংলাদেশ-ভিয়েতনাম অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলার আবেদন বিএনপি’র

722215 146

    নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ‘পুলিশের হামলা, ভাঙচুর’ ও সিনিয়র কয়েকজন নেতাকে গ্রেফতারের বিষয়ে মামলার আবেদন করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এছাড়া মামলায় ২০০/৩০০ অজ্ঞাত পুলিশকে আসামি করার কথা জানা গেছে।

    গত ৭ ডিসেম্বর কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য নাজিমউদ্দিন আলম ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ৯ নম্বর আদালতে মামলার আবেদন করেন।

    বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।

    মামলার বাদি নাজিমউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে মামলার আবেদন করেছেন তিনি। আদালত বাদির জবানবন্দি গ্রহণ করেছেন বলেও জানান তিনি।

    গত বছরের ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশের তিন দিন আগে অর্থাৎ ৭ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশ ও বিএনপি’র নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘর্টনা ঘটে। সংঘর্ষের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের একজন নিহত হন। আহত হন পুলিশসহ অনেক নেতাকর্মী।

    সংঘর্ষের পর সেদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। এরপর সেখান থেকে গ্রেফতার করা হয় কয়েকজন কেন্দ্রীয় নেতাসহ বিএনপি’র চার শতাধিক নেতাকর্মীকে।

    সংঘর্ষের ওই ঘটনায় আজ মামলার আবেদন করেন বিএনপি নেতা নাজিমউদ্দিন আলম। রোববার দুপুরে এ বিষয়ে শুনানি হবে বলে জানিয়েছেন বিএনপি নেতার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।


    আপনার মতামত লিখুন :

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *


    ফেসবুকে আমরা