" />
বিনোদন প্রতিবেদকঃ আলো ঝলমলে রুপালি পর্দায় নিজেকে দেখার বাসনা নিয়ে শোবিজে পা রাখেন মডেল-অভিনেত্রী মৌরিতা জুঁই।
সিনেমার জন্য নিজেকে তৈরি করতে কাজ করেছেন বেশকিছু টিভি নাটকে। সেগুলো বেশ দর্শকপ্রিয়তাও পেয়েছে।
এবার টেলিভিশন নাটকে নিজেকে প্রমাণ করে জুঁই প্রথমবারের মতো সিনেমায় কাজ করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘চারুলতা’। এটি নির্মাণ করবেন রাইসুল ইসলাম অনিক। এতে নাম ভূমিকায় অভিনয়ের জন্য সম্প্রতি সিনেমাটিতে যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। জুঁইয়ের বিপরীতে রয়েছেন রাকিব হোসেন ইভোন।
চারু চরিত্রে অভিনয় করবেন জানিয়ে মৌরিতা জুঁই বলেন, ‘সিনেমাটির গল্প সামাজিক মূল্যবোধ এবং শিশু নির্যাতনের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে গড়ে উঠেছে। এতে আমি চারু চরিত্রে অভিনয় করব। চ্যালেঞ্জিং একটি চরিত্র। এই সিনেমার জন্য নাটকের কাজ বন্ধ রেখেছি। চরিত্র নিজের মধ্যে ধারণ করার জন্য নিয়মিত রিহার্সেল করছি।
জুঁই আরও বলেন, ‘এমন সুন্দর একটি গল্পের জন্য এতদিন মুখিয়ে ছিলাম। অবশেষে কাঙ্খিত চরিত্র দিয়ে চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি। আশা করছি, দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে পারব।
জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে রাজধানীর নিউ মার্কেট দিয়ে সিনেমাটির চিত্রায়ণ শুরু হবে। একটানা কাজ করে পুরো সিনেমার কাজ শেষ হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষের থেকে ‘চারুলতা’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।