" /> ডেমরা এলাকায় সিএনজি চালক আলী হোসেন হত্যার তিন আসামি গ্রেপ্তার – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৬:২৪ অপরাহ্ন

ডেমরা এলাকায় সিএনজি চালক আলী হোসেন হত্যার তিন আসামি গ্রেপ্তার

WhatsApp Image 2023 01 21 at 14.50.12 min

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর ডেমরা এলাকায় সিএনজি চালক আলী হোসেন হত্যার অন্যতম আসামি নূর হোসেন বাঘাসহ তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।অন্য গ্রেপ্তারকৃতরা হলেন- লিংচাঁন ওরফে নীলচাঁন মিয়া ও মো. আব্দুল মান্নান ওরফে মন্নান।

এ সময় তাদেও কাছ থেকে দুইটি সুইজ গিয়ার চাকু ও ১২টি টাই ক্যাবল উদ্ধার করা হয়। শনিবার দুপুরে র‌্যাব-১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

34543 min 1

চলতি বছরের ১৯ জানুয়ারি রাত একটার দিকে সিএনজি চালক আলী হোসেন যাত্রী পরিবহনের জন্য মুন্সীগঞ্জ জেলার মোক্তারপুর ব্রীজ এলাকায় অবস্থান করছিলেন। ওই সময় অজ্ঞাতনামা চারজন ছিনতাইকারী তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী যাত্রীবেশে কদমতলী থানার মাতুয়াইল সাদ্দাম মার্কেটের সামনে যাওয়ার জন্য কৌশলে ৩৫০ টাকায় সিএনজিটি ভাড়া করে। ওই সিএনজি চালক আলী হোসেন তাদেরে কথামত সিএনজি চালিয়ে মাতুয়াইল যাওয়ার পথে রাত দুইটার দিকে ডেমরা থানার সাইনবোর্ড মদিনা চত্ত্বর এলাকায় পৌছালে ছিনতাইকারীরা সিএনজি চালক আলী হোনেস’কে এলোপাথারী মারধর শুরু করে। পরে সিএনজি চালকের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা সিএনজি চালক আলী হোসেন’কে হত্যা করে পালিয়ে যায়। ছিনতাইকারীরা পালিয়ে ওয়ার সময় আল আমিন নামের একজন ছিনতাইকারী স্থানীয়দের হাতে আটক হয়। আর ছিনতাইকারীরা সিএনজি নিয়ে পালিয়ে যায়।


এ ঘটনার পরে ডেমরা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। আর মৃত আলী হোসেনের লাশ সুরতহাল করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মৃত আলী হোসেনের ছেলে আবু ইউসুফ বাদী হয়ে ডেমরা থানায় একটি মামলা করেন।


র‌্যাবের ভাষ্য, গ্রেপ্তার হওয়া আল আমিনের তথ্যমতে র‌্যাব-১০ এর একটি দল র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহায়তায় শুক্রবার দিবাগত রাতে যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে সিএনজি ছিনতাই ও সিএনজি চালককে হত্যা মামলার অন্যতম আসামি নুর হোসেন ওরফে বাঘাকে গ্রেপ্তার করা হয়।
র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত বাঘার দেয়া তথ্য মতে ওই দল নারায়ণগঞ্জের রুপগঞ্জ থানার তারাবো এলাকায় অপর একটি অভিযান চালায়। অভিযানে মামলার অপর আসামি লিংচাঁন ওরফে নীলচাঁন মিয়া ও মো. আব্দুল মান্নান ওরফে মন্নানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে ডাকাতির ও হত্যার কাজে ব্যবহৃত দুইটি সুইজ গিয়ার চাকু ও ১২টি টাই ক্যাবল উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা সিএনজি ও অটোরিকশা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে ঢাকা ও নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় অটোরিকশা ও সিএনজি ছিনতাই করে আসছিল। এই চক্রটি রাতের বেলায় বয়স্ক ও দুর্বল সিএনজি চালক অথবা অটো রিকশা চালকদের টার্গেট করে । এরপর তাদের নির্ধারিত জায়গায় নিয়ে যেত। সেখানে নিয়ে সিএনজি বা অটো রিকশা চালক’কে মারধর প্রয়োজনে হত্যা করে সিএনজি ব্যাটারী চালিত অটো রিকশা ছিনতাই করে নিয়ে যেত। এছাড়া তারা এই মাসে ঢাকা জেলার কেরাণীগঞ্জ এলাকা থেকে একাধিক সিএনজি ছিনতাই করেছিল বলে জানা যায়।


গ্রেপ্তারকৃত অন্যতম আসামি নুর হোসেন ওরফে বাঘা মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা। তিনি অন্য পেশার আড়ালে বেশ কিছুদিন ধরে সিএনজি ছিনতাইসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কাজ করে আসাছিল। তিনি গত ১৯ জানুয়ারি রাতে সিএনজি ছিনতাই ও চালক’কে হত্যার মূল পরিকল্পনাকারী। তিনিই টাই ক্যাবল দিয়ে সিএনজি চালক আলী হোসেনের হাত বেঁধে রেখেছিল।


গ্রেপ্তারকৃত লিংচাঁন ওরফে নীলচাঁন মিয়া রাজধানীর কদমতলী এলাকার ভাড়াটিয়া। তিনি অন্য পেশার আড়ালে দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিল। তিনি নিহত আলী হোসেনের পা বেঁধে রেখেছিলেন।


গ্রেপ্তারকৃত মো. আব্দুল মান্নান ওরফে মন্নান নারায়নগঞ্জ জেলার বাসিন্দা। তিনি ওই সিএনজি চালকে মারধর করে তার হাত থেকে চাবি ছিনিয়ে নেয়। জনগনের ধাওয়া খেয়ে বাঘা ও মান্নান’কে নিয়ে ওই সিএনজি চালিয়ে পালিয়ে গিয়েছিল।


জনগনের হাতে আটক হওয়া আল-আমিন সিএনজি চালক আলী হোসেন সিএনজিটি দিতে জোর জবরদস্তি করলে আলী হোসেনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে এবং একপর্যায়ে আলী হোসেনকে গলাটিপে হত্যা করেছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা