" /> ১৫ মাস পর জামিনে মুক্তি পেলেন কাজী ইবরাহিম – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৫:৫৪ অপরাহ্ন

১৫ মাস পর জামিনে মুক্তি পেলেন কাজী ইবরাহিম

721702 198

দীর্ঘ ১৫ মাস পর জামিনে মুক্তি পেয়েছেন উস্কানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে গ্রেফতার কাজী মোহাম্মাদ ইবরাহিম। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় তিনি মুক্তি পান। কাজী ইবরাহিমের আইনজীবী শওকত উল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার আইনজীবী মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানার পৃথক দুই মামলায় পিডাব্লিউ প্রত্যাহারের আবেদন করেন। শুনানি শেষে শেরেবাংলা নগর থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম ও মোহাম্মদপুর থানার মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ সিদ্দিকী আবেদন মঞ্জুর করেন। এ দুই মামলায় তিনি জামিনে ছিলেন। কারাগারে আটক থাকায় এ মামলায় পিডাব্লিউ ছিল।

এদিকে, সোমবার (১৬ জানুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জুলফিকারের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন কাজী ইবরাহিম। তাই গ্রেফতারের পর থেকে এ পর্যন্ত তিনি যে কারাভোগ করেছেন, তা সাজা হিসেবে গ্রহণ করেন আদালত।

উল্লেখ্য, ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর রাজধানীর লালমাটিয়ার বাসা থেকে কাজী ইবরাহিমকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত শেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

ঢাকার সাইবার ট্রাইবুনালে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি নজরুল ইসলাম শামীম বলেন, ‘কাজী ইবরাহীমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ২৫/৩১/৩৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ার কথা বলা হয়েছিল অভিযোগপত্রে। এ ধারাগুলোর সর্বোচ্চ সাজা পাঁচ বছরের কারাদণ্ড। যেহেতু তিনি দোষ স্বীকার করেছেন, তাই বিচারক সন্তুষ্ট হয়ে তার কারাভোগটাকেই সাজা হিসেবে গ্রহণ করেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা