" /> জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির শীতবস্ত্র বিতরণ – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:১৩ পূর্বাহ্ন

জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির শীতবস্ত্র বিতরণ

721741 189

7 / 100

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল এবং দুস্থ, অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি ।

শীতবস্ত্র বিতরণ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে রাজধানীর দারুস সালামস্হ খালেক পেট্রোল পাম্পের সামনে ঢাকাসহ সারাদেশে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এই কর্মসূচি গত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এস এ সিদ্দিক সাজুর সার্বিক তত্ত্বাবধানে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

অনুষ্ঠানে এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা