" /> আজ শুরু হল জাতীয় পিঠা উৎসব – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন

আজ শুরু হল জাতীয় পিঠা উৎসব

WhatsApp Image 2023 01 19 at 18.34.50 min

9 / 100

জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে একাডেমি প্রাঙ্গণে আজ থেকে ২৮ জানুয়ারি উদ্যাপিত হবে ষোড়শ জাতীয় পিঠা উৎসব-১৪২৯। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত উৎসবে প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত পিঠার পসরা নিয়ে বসবে স্টলগুলো।

গতকাল বুধবার দুপুরে জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পিঠা উৎসব নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

দশ দিনব্যাপী এই উৎসবে ৫০টির বেশি স্টলে দেশের বিভিন্ন অঞ্চলের পিঠাশিল্পীরা নান্দনিক পিঠা তৈরি, প্রদর্শনী ও বিক্রয় হবে জানিয়ে স্বাগত বক্তব্য দেবেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক খন্দকার শাহ্ আলম।

WhatsApp Image 2023 01 19 at 18.41.12 min

সম্মেলনে আরও জানানো হয়, ১৯ জানুয়ারি বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে উৎসবের উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। বিশেষ অতিথি থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান, নৃত্যগুরু আমানুল হক, সংগীতশিল্পী রফিকুল আলম।

একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা থাকবেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি ম. হামিদ ও একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীসহ সাংবাদিক, পিঠাশিল্পী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা