" /> ‘মেসিদের বাংলাদেশ সফর নিয়ে কোনো আলোচনাই হয়নি’ – নাগরিক দৃষ্টি টেলিভিশন
বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ০৪:৪১ অপরাহ্ন

‘মেসিদের বাংলাদেশ সফর নিয়ে কোনো আলোচনাই হয়নি’

721309 177 1

ভাবা হয়েছিল অসংখ্য হাহাকারের ভিড়ে সুসংবাদ দিল বাফুফে। বিশ্বজয়ী আর্জেন্টিনা ফুটবল দলকে বাংলাদেশে আনছে সংস্থাটি। কিন্তু ঘোষণার এক দিন পরেই অন্য সুর। এ নিয়ে কোনো আলোচনাই হয়নি বলে দাবি করেছেন খোদ আর্জেন্টিনার এক সাংবাদিক।

আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-এর সাংবাদিক গাস্তোন এদুল নিজের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে দাবি করেছেন, মেসি বাহিনীর বাংলাদেশ সফর নিয়ে নাকি এখন পর্যন্ত কোনো আলোচনাই হয়নি।

এক দিন আগেই বলা হয়েছিল, বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করে মেসিদের ঢাকা সফর নিয়ে বিস্তারিত জানানো হবে। তবে অনিবার্য কারণবশত নির্ধারিত সময়ের মাত্র ৩ ঘণ্টা আগে সংবাদ সম্মেলনটি স্থগিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

মঙ্গলবার হোয়াটসঅ্যাট বার্তায় বাফুফে লিখেছিল, ‘আগামী জুনে ফিফা উইন্ডোতে বর্তমান ফিফা বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বাংলাদেশ আগমনের বিষয়ে জানানোর জন্য বুধবার দুপুর আড়াইটায় এক প্রেস ব্রিফিং বাফুফে ভবনের তৃতীয় তলার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।’

এর আগে ২০১১ সালে আর্জেন্টিনাকে ঢাকায় এনেছিল বাফুফে। সেবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছিলেন মেসিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা