" /> ঠাকুরগাঁওয়ে ইট ভাটা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার – নাগরিক দৃষ্টি টেলিভিশন
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৬:৩৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ইট ভাটা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

IMG 20230118 180711 1

8 / 100

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নাহার ব্রিকস নামক এক ইট ভাটা থেকে রাসেল রানা (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

বুধবার ১৮( জানুয়ারি) সকালে উপজেলার বাচোর ইউনিয়নের বিষ্নপুর (জোসনা মার্কেট) এলাকায় নাহার ব্রিকস নামক এক ইট ভাটা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রাসেল রানা বিষ্নপুর গ্রামের জিয়াউল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল রানা দীর্ঘদিন যাবৎ ঐ ইট ভাটাই পাওয়ার ট্রলির চালক হিসেবে কাজ করতেন। ঘটনার দিন সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে ভাটাই এলে আর বাড়ি ফিরেনি। পরের দিন ভোরে ভাটাই কর্মরত শ্রমিকরা কাজে এলে তার মরদেহ ভাটার দক্ষিণে মাটির ঢিপরির উপর দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করে।

নিহত রাসেলের বাবা জিয়াউল হক জানান, রানা কালকে সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে গেলে সারারাত আর ফিরে আসেনি। সকালে তার মরদেহ ভাটার ঢিপির উপর দেখতে পায়। তার দাবি রাসেলকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। প্রশাসনের কাছে এর রহস্য বের করে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি ।

নাহার ব্রিকস এর প্রোঃ আব্দুর রশিদ জানান, আমি ঐ ভাটায় দীর্ঘদিন ধরেই যায়না, আমার সহযোগী পার্টনার মানিক মিয়া আছেন উনি দেখাশোনা করেন। রাসেল রানা নিহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি শুনেছি রাসেল রানা নামে এক শ্রমিকের মরদেহ ভাটাই পাওয়া গেছে। পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ওসি তদন্ত মহসিন আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা