" /> ওয়ারীতে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার – নাগরিক দৃষ্টি টেলিভিশন
রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৫:৫০ অপরাহ্ন

ওয়ারীতে অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেপ্তার

WhatsApp Image 2023 01 18 at 16.34.44 min

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ওয়ারী এলাকা থেকে কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফ নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। এ সময়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি, একটি মোবাইল ও নগদ তিন হাজার ৯০ টাকা উদ্ধার করা হয়। বুধবার দুপুরে র‌্যাব- ১০ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানার বাবলী রোজ গার্ডেন এলাকায় একটি অভিযান চালায়। অভিযানে কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফ নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময়ে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


আটক তায়েফের বরাত দিয়ে র‌্যাব জানায়, তিনি একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকাসহ আশপাশের বিবিন্ন এলাকায় সুবিধামত জায়গায় বিভিন্ন লোকজনদের বিদেশী পিস্তলের ভয় দেখিয়ে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল।

তার বিরুদ্ধে ওয়ারী থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।
গ্রেপ্তারকৃত কাজী মাইদুল ইসলাম ওরফে তায়েফ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার ষোলঘর গ্রামের কাজী সিরাজুল ইসলামের ছেলে। তিনি রাজধানীর ওয়ারী থানার নবাব ষ্টীটের ১২ নম্বর বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করতেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা