" />
সবার মতো আমার ও অনেক ইচ্ছা ছিল; কিছু ইচ্ছা ছিল তীব্র।
এই যেমন খুব ছোটোবেলা থেকেই সারা পৃথিবী ঘুরে দেখার তীব্র ইচ্ছা ছিল। ইচ্ছা ছিল সুবক্তা হওয়ার, আরো কত যে ইচ্ছা ছিল! কিন্তু অনেকগুলো ইচ্ছা এখনো অপূর্ণই থেকে গেছে। আবার কিছু ইচ্ছা পূরণ হয়েছে বা হচ্ছে। আমি হাল ছাড়িনি। নিজেকে বঞ্চিত রাখতে হয়েছে বছরের পর বছর। না চাইলেও অনেক কিছুর সাথে নিজেকে মানিয়ে নিতে হয়েছে। কিন্তু ধৈর্যচ্যুতি হয়নি, নিজের উপর বিশ্বাস হারাইনি। আমি সবসময় দৃঢ়ভাবে বিশ্বাস করতাম একদিন না একদিন আলো আসবেই। আমাকে প্রভু ঠকাবেন না। আমি এখনও স্বপ্ন দেখি। স্বপ্ন দেখতে আমি ভালোবাসি।
আমি স্বপ্ন দেখি একদিন সব জড়তা কাটিয়ে নিজেকে মেলে ধরার। কিন্তু স্বপ্ন ছোঁয়া কি অত সহজ! স্বপ্ন শুধু দেখলেই হয় না, এরজন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হয়। অনেকসময় স্বপ্নপথে ক্লান্তি এসে যায়, থমকে যেতে হয়। আবার দ্বিগুন উৎসাহ নিয়ে উঠে দাঁড়াতে হয়। সুযোগের জন্য বসে না থেকে নিজেকে যোগ্য করে তুলতে নিরলস চেষ্টা চালিয়ে যেতে হয়। নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা থাকতে হয়। আমি নিজেকে যোগ্য করে তোলার চেষ্টা করে গেছি নানাভাবে। যেটার সুফল এখন পাচ্ছি।
স্কুল শিক্ষিকার জন্য কোনো প্রস্তুতি ছাড়া পরীক্ষা দিয়েও নির্বাচিত হয়েছি। সবার সামনে নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে পেরেছি। আমি মনে করি, মানুষ মন থেকে বিশ্বাস করলে এবং এরজন্য সঠিকভাবে চেষ্টা চালিয়ে গেলে দেরিতে হলেও সফল সে হবেই। কিছু অপূরণীয় অপূর্ণতাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। কিছু অপূর্ণতার মাঝেও সৌন্দর্য লুকিয়ে থাকে। জীবনে সবকিছু পেয়ে গেলে নতুনভাবে স্বপ্ন দেখার বা চেষ্টা চালিয়ে যাওয়ার ইচ্ছেটা মরে যায়।
তাইতো ভারতীয় সংগীতশিল্পী অনুপম সেনের কন্ঠে বলতে চাই-
“আমাকে আমার মতো থাকতে দাও,
আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি
যেটুকু ছিল না ছিল না
সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন।”
লেখকঃ সংগীতা ভট্টাচার্য্য