" />
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু-আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২২ জন রোগী ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন।
রোববার (১৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এই তথ্য জানায়।
গতকাল শনিবার ডেঙ্গুতে মৃত্যু না হলেও আক্রান্ত হয়েছিলেন ৭ জন। এই নিয়ে চলতি মাসের ১৫ দিনে মোট ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩ জনের এবং আক্রান্ত হয়েছেন ৩৯৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে সর্বমোট ১২০ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি- বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৪৮ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশী ভর্তি রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ৬ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ৪ জন রোগী । আর চলতি মাসে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ২৭৬ জন।